স্নান করতে নেমে হুগলির শ্রীরামপুরের চাতরায় গঙ্গায় তলিয়ে গেলেন এক যুবক। শুক্রবার রাত পর্যন্ত অভিরূপ বন্দ্যোপাধ্যায় নামে ওই যুবকের খোঁজ মেলেনি। তিনি বিদ্যাসাগর কলেজের সান্ধ্য বিভাগের বাংলা অনার্সের প্রথম বর্ষের ছাত্র। স্থানীয় সূত্রে খবর, পুজো উপলক্ষে হুগলির চাতরায় এক পরিচিতের বাড়িতে যান অভিরূপ। তিনি সাঁতার জানতেন না। দুপুরে স্থানীয় গৌরচন্দ্র ঘাটে আরও কয়েক জনের সঙ্গে তিনি স্নান করতে নামেন। সেই সময়েই দুর্ঘটনাটি ঘটে। শ্রীরামপুর থানার পুলিশ জানিয়েছে, কলকাতা থেকে ডুবুরি আনার চেষ্টা করা হচ্ছে।