৩৭তম চুঁচুড়া সদর মহকুমা প্রাথমিক, নিম্ন বুনিয়াদি এবং মাদ্রাসা শিশু শিক্ষাকেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হল মঙ্গলবার সকালে খন্যান ইটচুনা মাঠে। আয়োজক ছিল হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের ইটচুনা চক্র। আয়োজকদের পক্ষে ইটচুনা চক্রের আহ্বায়ক সঞ্জীব ঘোষ জানান, এ দিন ৫৪৪ জন ছাত্র, ছাত্রী এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল। এখানে সফল প্রতিযোগীরা তারকেশ্বরে জেলা পর্যায়ে খেলতে পারবে। এ দিন মাঠে উপস্থিত ছিলেন পান্ডুয়ার বিডিও গৌরাঙ্গ ঘোষ, হুগলি জেলা পরিষদের সভাধিপতি শেখ মেহবুব রহমান, প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান নির্মলেন্দু অধিকারী।