Advertisement
২০ এপ্রিল ২০২৪

প্রথম বৃষ্টিতেই ডুবল আরামবাগের সব ওয়ার্ড

বর্ষার মরসুমে শুক্রবারই প্রথম আড়াই ঘণ্টার টানা বৃষ্টিতে জলমগ্ন হল আরামবাগ পুর এলাকার সব ক’টি ওয়ার্ড। পুরসভার নিকাশি নিয়ে ব্যবস্থা না নেওয়াতেই এ দিন শহর ডুবল বলে অভিযোগ সাধারণ মানুষের। শহরের ১৮টি ওয়ার্ডের মধ্যে ১২টিতে একটু বেশি বৃষ্টি হলেই জল জমে।

জল থইথই আরামবাগ বাসস্ট্যান্ড থেকে কোর্টের রাস্তা। শুক্রবার মোহন দাসের তোলা ছবি।

জল থইথই আরামবাগ বাসস্ট্যান্ড থেকে কোর্টের রাস্তা। শুক্রবার মোহন দাসের তোলা ছবি।

নিজস্ব সংবাদদাতা
আরামবাগ শেষ আপডেট: ২১ জুন ২০১৪ ০২:০৮
Share: Save:

বর্ষার মরসুমে শুক্রবারই প্রথম আড়াই ঘণ্টার টানা বৃষ্টিতে জলমগ্ন হল আরামবাগ পুর এলাকার সব ক’টি ওয়ার্ড। পুরসভার নিকাশি নিয়ে ব্যবস্থা না নেওয়াতেই এ দিন শহর ডুবল বলে অভিযোগ সাধারণ মানুষের।

শহরের ১৮টি ওয়ার্ডের মধ্যে ১২টিতে একটু বেশি বৃষ্টি হলেই জল জমে। এ দিন বিকেল সাড়ে তিনটে থেকে টানা বৃষ্টিতে ওই সব ওয়ার্ড তো বটেই, জল দাঁড়িয়েছে বাকিগুলিতেও। ব্যস্ত রাস্তাগুলির মধ্যে ডুবে গিয়েছে হাসপাতাল রোড, পি সি সেন রোড, কোর্ট রোড, ব্লক রোড। অধিকাংশ এলাকাতেই দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। পুরসভার সুপার মার্কেটের ভিতরে প্রায় দেড় ফুট জল দাঁড়িয়ে যায়। নোংরা জল পেরিয়েই যাতায়াত করতে হয় সাধারণ মানুষকে।

বস্তুত, আরামবাগ শহরের নিকাশি সমস্যা দীর্ঘদিনের। প্রতি বর্ষাতেই জলবন্দি মানুষের ক্ষোভ-বিক্ষোভ প্রবল হয়। আধ ঘণ্টা টানা বৃষ্টি হলেই পুরসভার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়। সেই জল বের হতে দু’পাঁচ দিন সময় লাগে। গোটা বর্ষার মরসুমে ১৮টি ওয়ার্ডের মধ্যে এই ভোগান্তি পোয়াতে হয় অন্তত ১২টি (১, ২, ৩, ৫, ৬, ৭, ৯, ১১, ১২, ১৩, ১৪ এবং ১৮ নম্বর) ওয়ার্ডের বাসিন্দাদের।

শুক্রবারের পরিস্থিতি নিয়ে বিভিন্ন পুর এলাকার বাসিন্দাদের অভিযোগ, গত ২০ বছরে বর্ষায় এক দিনে শহর এতটা জলমগ্ন হয়নি। নিকাশি সমস্যা নিয়ে জরুরি ভিত্তিতে পুরসভা কোনও ব্যবস্থা না নেওয়াতেই এ বার এই অবস্থা হল। পুরসভার চেয়ারম্যান স্বপন নন্দী বলেন, “নিকাশি সমস্যার স্থায়ী সমাধানের জন্য ভূগর্ভস্থ নালা তৈরির কাজ শুরু হয়েছে। আপৎকালীন ব্যবস্থা হিসাবে সমস্ত ওয়ার্ডের জমা জল বের করতে অস্থায়ী নালা এবং পাম্পের সাহায্য নেওয়া হচ্ছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

rain water logged arambag
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE