Advertisement
২০ এপ্রিল ২০২৪

মহিলা ভোটার বাড়ানোর লক্ষ্যে পথনাটিকা আরামবাগে

খানাকুল এবং পুড়শুড়া বিধানসভা এলাকার ভোটার তালিকায় মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে শনিবার থেকে বিশেষ প্রচার অভিযান শুরু করেছে আরামবাগ মহকুমা প্রশাসন। দুই বিধানসভা এলাকায় মোট ২০টি জায়গা চিহ্নিত করে পথনাটিকার মাধ্যমে প্রচার শুরু হয়েছে।

নাটকের মাধ্যমে প্রচার।

নাটকের মাধ্যমে প্রচার।

নিজস্ব সংবাদদাতা
আরামবাগ শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৪ ০১:২১
Share: Save:

খানাকুল এবং পুড়শুড়া বিধানসভা এলাকার ভোটার তালিকায় মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে শনিবার থেকে বিশেষ প্রচার অভিযান শুরু করেছে আরামবাগ মহকুমা প্রশাসন। দুই বিধানসভা এলাকায় মোট ২০টি জায়গা চিহ্নিত করে পথনাটিকার মাধ্যমে প্রচার শুরু হয়েছে। যেখানে অভিনয় করছেন মহিলারাই। শনিবার পুড়শুড়ার ৭টি জায়গায় প্রচার কর্মসূচি হয়। মহকুমাশাসক প্রতুলকুমার বসু বলেন, “জেলার তুলনায় খানাকুল এবং পুড়শুড়া বিধানসভা এলাকায় পুরুষ এবং মহিলা ভোটারের অনুপাত কম। আমরা লোকসংখ্যা অনুযায়ী পুরুষ এবং মহিলা ভোটার সমান অনুপাতে আনতে চাইছি।”

মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আরামবাগের মধ্যে বিশেষ করে খানাকুল বিধানসভা এলাকায় পুরুষ এবং মহিলা ভোটারের অনুপাত উদ্বেগজনক। ১০০০ জন পুরুষপিছু মহিলা ভোটারের অনুপাত সেখানে ৮৯৩ জন। যেখানে জেলার গড় আনুপাত ১০০০ জন পিছু ৯৩০ জন। পুড়শুড়া বিধানসভা এলাকায় এই অনুপাত ১০০০ জন পিছু ৯১৩ জন। সেই তুলনায় আবার আরামবাগ মহকুমারই আরও দুটি বিধানসভা, আরামবাগ এবং গোঘাট জেলার গড়কেও ছাপিয়ে গিয়েছে। আরামবাগে ১০০০ জন পিছু ৯৩৮ জন মহিলা ভোটার এবং গোঘাটে ১০০০ জন পিছু ৯৩২ জন মহিলা ভোটার। প্রসঙ্গত, নির্বাচনে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশমত গত ১২ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত গ্রাম ধরে ধরে একপ্রস্থ প্রচারাভিযান চালানো হয়েছে। স্বাস্থ্যকর্মী, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকারা তাতে অংশ নিয়েছিলেন। প্রশাসন সূত্রে জানা যায়, গ্রামে অনেক মহিলা আছেন যাঁরা ভোট দেওয়ার যোগ্য। অথচ তালিকায় তাঁদের নাম নেই। কেউ আবার অনীহাবশত ভোটার তালিকায় নামই তোলেননি। সেই সব মহিলাদের ভোটাধিকার নিয়ে সচেতন করাই এই অভিযানের উদ্দেশ্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE