Advertisement
২২ মে ২০২৪

স্কুলে সিসিটিভি চুরি করে ক্যামেরাবন্দি চোর, তবুও ধরতে পারেনি পুলিশ

মাঝ রাতে স্কুলে ঢুকে চুরি করে পালাল এক দুষ্কৃতী। স্টাফ রুমের ৪৮টি লকার ভেঙে সে টাকা ও কাগজপত্রও নিয়ে যায়। এমনকী চুরি করে নিয়ে যায় স্কুলে লাগানো ৯টি ক্লোজড সার্কিট ক্যামেরা। কিন্তু চোরের সব কাণ্ডকারখানার ছবি উঠে যায় স্কুলে লাগানো অন্য নাইট ভিশন ক্যামেরায়। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মধ্য হাওড়ার তারাসুন্দরী বালিকা বিদ্যালয়ে। পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে স্কুলের ঝাড়ুদার দেখেন কোলাপসিবল দরজার তালা ভাঙা। তিনিই এক কেরানিকে খবরটা জানান।

ছবি উঠেছে চোরের। হাওড়ার সেই স্কুলে। —নিজস্ব চিত্র

ছবি উঠেছে চোরের। হাওড়ার সেই স্কুলে। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
হাওড়া শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৪ ০২:০২
Share: Save:

মাঝ রাতে স্কুলে ঢুকে চুরি করে পালাল এক দুষ্কৃতী। স্টাফ রুমের ৪৮টি লকার ভেঙে সে টাকা ও কাগজপত্রও নিয়ে যায়। এমনকী চুরি করে নিয়ে যায় স্কুলে লাগানো ৯টি ক্লোজড সার্কিট ক্যামেরা। কিন্তু চোরের সব কাণ্ডকারখানার ছবি উঠে যায় স্কুলে লাগানো অন্য নাইট ভিশন ক্যামেরায়।

বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মধ্য হাওড়ার তারাসুন্দরী বালিকা বিদ্যালয়ে। পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে স্কুলের ঝাড়ুদার দেখেন কোলাপসিবল দরজার তালা ভাঙা। তিনিই এক কেরানিকে খবরটা জানান। সকাল ৬টা নাগাদ খবর পেয়ে স্কুলে ছুটে আসেন সম্পাদক পীযূষকান্তি মুখোপাধ্যায় ও প্রধান শিক্ষিকা সুস্মিতা রায়। খবর যায় স্থানীয় ব্যাঁটরা থানায়।

পুলিশ জানায়, ওই উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে দু’টি ভবন রয়েছে। রাতে নজরদারির জন্য গত জুনে মোট ৬৪টি নাইট ভিশন ক্লোজড সার্কিট ক্যামেরা লাগান কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, স্কুলের মাঠে লাগানো ক্যামেরায় দেখা গিয়েছে রাত ১টা ২৬ মিনিটে পাশের এক কোচিং সেন্টারের পাঁচিল টপকে চোর ঢোকে। তার মুখে মাফলার জড়ানো ছিল। হাতে দস্তানা, কোমরে চওড়া বেল্ট। ভদ্রস্থ পোশাকের ওই চোরের মুখ একবারই দেখা গিয়েছে ক্যামেরায়। তা দেখেই পুলিশ ওই দুষ্কৃতীকে চেনার চেষ্টা করছে।

তবে ওই দুষ্কৃতী যে ক্লোজড সার্কিট ক্যামেরা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল এবং তার লক্ষ্য যে ক্যামেরাগুলি চুরি করা তা তার কার্যকলাপ থেকেই পরিষ্কার বলে দাবি পুলিশের। রাতে চালু থাকা ক্যামেরাগুলি দেওয়াল থেকে খোলার আগে তার ছবি যাতে ক্যামেরায় ধরা না পড়ে সে জন্য আগে ক্যামেরার লেন্সে জোরালো টর্চের আলো ফেলে তার পরে ক্যামেরা খোলে চোর। এর পরে স্টাফরুমে ঢুকে লকার ভেঙে টাকাপয়সা চুরি করে। ফুটেজে দেখা গিয়েছে চোর রাত ২টো ৫৮ মিনিট পর্যন্ত স্কুলে ছিল সে। এর পরে কখন, কোন দিক দিয়ে পালায় তা জানা যায়নি।

স্কুলের প্রধান শিক্ষিকা বলেন, “ঘটনায় আমরা যথেষ্ট চিন্তিত। কিছু কাগজপত্রও চুরি হয়েছে। তাই চোর ক্যামেরা চুরি করতে এসেছিল না অন্য কোনও ক্ষতি করতে এসেছিল বুঝতে পারছি না। পুলিশকে বিস্তারিত তদন্ত করার আবেদন জানিয়েছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE