Advertisement
E-Paper

তাঁর নিজের স্বাস্থ‍্যবিমা আছে কি? থাকলে কত টাকার? বিধানসভায় নিজেই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা

বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে একাধিক প্রশ্ন করেন পাথরপ্রতিমার বিধায়ক সমীর জানা। জবাব দিতে গিয়ে নিজের স্বাস্থ্যবিমার কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১৬:০১
I have only a 3 lakh mediclaim in my name, says Chief Minister Mamata Banerjee

মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল ছবি।

শুধু তিন লাখ টাকার স্বাস্থ্যবিমা রয়েছে তাঁর। বিধানসভায় দাঁড়িয়ে এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে একাধিক প্রশ্ন করেন পাথরপ্রতিমার বিধায়ক সমীর জানা। জবাব দিতে গিয়ে নিজের স্বাস্থ্যবিমার কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার থেকে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার অধিবেশনে যোগ দেন মুখ্যমন্ত্রী। প্রথমার্ধ শুরু হয় প্রশ্নোত্তর এবং ‘কলিং অ্যাটেনশন’ পর্ব দিয়ে। পাথরপ্রতিমার বিধায়ক সমীর জানা আরজি কর আন্দোলন পর্বে স্বাস্থ্যসাথীর অপব্যবহার হয়েছে কি না, তা জানতে চেয়ে প্রশ্ন করেন।

জবাবে মমতা বলেন, ‘‘আরজি করের ঘটনার সময় অনেকেই স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার করেছেন। আমাদের কাছে প্রমাণও রয়েছে। স্বাস্থ্যসাথী কার্ডের টাকা কিন্তু আমার-আপনার নয়। ওই টাকা জনগণের। জনগণের অর্থ যাঁরা নয়ছয় করেছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’’ এর পরই তাঁর সংযোজন, ‘‘সাধারণ মানুষের টাকা নয়ছয় করা যাবে না। কারণ, তাঁরা খুব কষ্ট করেন। এই তো আমার নামে শুধুমাত্র তিন লাখ টাকার একটি মেডিক্লেম রয়েছে।’’

প্রসঙ্গত, বিধি অনুযায়ী রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক খরচের ভার রাজ্য সরকারের। মমতা অবশ্য মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েই ঘোষণা করেছিলেন, বেতন নেবেন না।

Mamata Banerjee Mediclaim CM Mamata Banerjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy