আবারও প্রশাসকের হাতে যাওয়ার পথে একগুচ্ছ পুরসভা। করোনাভাইরাসের আতঙ্কের জেরে পুরসভাগুলির নির্বাচন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরে এই সম্ভাবনাই জোরদার হচ্ছে।কারণ, রমজান মাসের হিসাব ধরলে মে মাসের শেষের দিকে অধিকাংশ পুরসভার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তার আগে ভোট না করতে পারলে, শেষ পর্যন্ত অধিকাংশ পুরসভায় প্রশাসক বসাতে হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
করোনাভাইরাসের আতঙ্কের জেরে পিছিয়ে গিয়েছে পুরসভার নির্বাচন। কবে নির্বাচন হবে? তা এখনই নির্দিষ্ট করে বলতে পারছে না রাজ্য নির্বাচন কমিশন। গোটা বিষয়টি নির্ভর করছে পরিস্থিতির উপর। সোমবার এ বিষয়ে প্রধান রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক সেরে নিয়েছেন নির্বাচন কমিশনার সৌরভ দাস। এমন পরিস্থিতিতে ভোটের পক্ষে নয় কোনও দলই। তবে তাদের অভিযোগ, রাজ্য সরকার ভোটের দিন ক্ষণ নিয়ে টালবাহানা করছিলই। এখন করোনার দোহাই দিয়ে, ভোট না করিয়ে অধিকাংশ পুরসভায় প্রশাসকও বসিয়ে দিতে পারে!
বাম-কংগ্রেস থেকে বিজেপি এক সুরেই এ বিষয়ে তৃণমূলকে বিঁধেছে। এ দিন বৈঠকের আগে কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্যের হাত ধরে কমিশনে ঢুকতে দেখা যায় সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে। সুজন বলেন, “এর আগে তো করোনাভাইরাস নিয়ে এমন যায় যায় রব ওঠেনি। কেন দু’বছর ধরে ১৭টি পুরসভায় ভোট হল না?” পুরভোট নিয়ে সরকারকে তোপ দেগেছেন বিজেপির জয়প্রকাশ মজুমদারও। তিনি বলেন, “আমরা এখনই নির্বাচনের জন্য তৈরি। এই সরকার তো ভোট নিয়ে ছেলেখেলা করছিল। তবে প্রশাসক বসবে কি বসবে না, সে ব্যাপারে আইনে যা আছে তাই হবে। মানুষ যাতে পুর পরিষেবা পান, আমরা তার পক্ষে।”