বিদেশ মন্ত্রকের আতস কাচের তলায় বেআইনি পাসপোর্ট! কারও বিরুদ্ধে বেআইনিভাবে ভারতীয় পাসপোর্ট পাওয়ার অভিযোগ উঠলে তা বাতিল করছে বিদেশ মন্ত্রক। কলকাতায় প্রতি দিন গড়ে এমন চার-পাঁচটি পাসপোর্ট বাতিল করা হচ্ছে। অভিযোগ, প্রধানত বাংলাদেশিরাই এ দেশের এক শ্রেণির দালালকে ধরে এ ধরনের ‘বেআইনি’ পাসপোর্ট ব্যবহার করছেন।
আগে ভারতীয় কোনও নাগরিকের পাসপোর্টের উপরে বাংলাদেশি ব্যক্তির ছবি সাঁটিয়ে, নাম ভাঁড়িয়ে পাসপোর্ট জাল করা হতো। কিন্তু, তা আটকাতে বিদেশ মন্ত্রক এখন পাসপোর্টে ‘ভূত-ছবি’ ব্যবহার করছে। এই পদ্ধতিতে আবেদনকারীর একটি ছবি তো পাসপোর্টে থাকেই। তার পাশে পাতার মধ্যে লুকিয়ে থাকছে এই ‘ভূত-ছবি’। যা খালি চোখে ধরা পড়ছে না। এক ধরনের বিশেষ আলোর তলায় ধরলে তা ধরা পড়ছে। এখন তাই আগের মতো অন্যের পাসপোর্টে ছবি পাল্টিয়ে আর জাল করা যাচ্ছে না।
এই পরিস্থিতিতে জাল পাসপোর্টের পন্থা বদলেছে। অভিযোগ, ভারতে ঢুকে এক শ্রেণির দালালদের সহযোগিতায় এখন এ দেশের আধার, ভোটার, প্যান কার্ড-সহ প্রয়োজনীয় পরিচয়পত্র বানিয়ে নিচ্ছেন এক শ্রেণির বাংলাদেশি। সেই সব পরিচয়পত্রের ভিত্তিতে তৈরি করে নিচ্ছেন ভারতীয় পাসপোর্ট। অভিযোগ, তাঁদের অনেকেই সীমান্ত টপকে বেআইনি ভাবে ঢুকছেন এ দেশে। অনেকে আবার নিজেদের বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আইনি পথেই ভারতে ঢুকছেন। এরপর ভারতীয় পাসপোর্ট বানাচ্ছেন।