Advertisement
১১ মে ২০২৪

স্বাস্থ্য বিল নিয়ে বৈঠকে আইএমএ

এ রাজ্যের স্বাস্থ্য বিল নিয়ে নিজেদের অবস্থান ঠিক করতে চলতি সপ্তাহেই কোর কমিটির বৈঠক ডাকছে চিকিৎসক সংগঠন আইএমএ। তার আগে আইনজীবীদের সঙ্গেও কথা বলে নিচ্ছেন সংগঠনের নেতারা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৭ ০৩:৫৬
Share: Save:

এ রাজ্যের স্বাস্থ্য বিল নিয়ে নিজেদের অবস্থান ঠিক করতে চলতি সপ্তাহেই কোর কমিটির বৈঠক ডাকছে চিকিৎসক সংগঠন আইএমএ। তার আগে আইনজীবীদের সঙ্গেও কথা বলে নিচ্ছেন সংগঠনের নেতারা। সেই অনুযায়ী তাঁরা রাজ্য আইএমএ-র পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন বলে মঙ্গলবার জানিয়েছেন সংগঠনের সভাপতি কে কে অগ্রবাল। রাজ্য শাখার নেতাদেরও এ জন্য দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে।

ইতিমধ্যেই স্বাস্থ্য বিল নিয়ে দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছে আইএমএ। জাতীয় নেতারা যখন বিলের বিরোধিতায় সরব, তখন সংগঠনের রাজ্য সম্পাদক শান্তনু সেন বিবৃতি দিয়ে বিলকে স্বাগত জানিয়েছেন। এই পরিস্থিতিতে রাজ্যের চিকিৎসক মহল কী অবস্থান নেবেন, প্রশ্ন উঠেছে তা নিয়েও।

আইএমএ-র দক্ষিণ কলকাতা শাখার সভাপতি রামদয়াল দুবে এ দিন জানান, ‘‘কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আমরাও এই বিলের বিরোধিতা করছি। আমাদের রাজ্য শাখা যা করছে সেটা লজ্জাজনক। চিকিৎসকেরাই এর জবাব দেবেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Health Bill IMA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE