Advertisement
২৬ এপ্রিল ২০২৪

রাজ্য কথা রাখেনি, রেড রোডে সরব ইমাম

সংখ্যালঘুদের ফাঁপা প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ তুলে ইদের বিশাল জমায়েতে ফের রাজ্য সরকারের কড়া সমালোচনা করলেন ইমাম ক্বারি ফজলুর রহমান। শনিবার রেড রোডে ইদের নমাজ পড়ানোর পরে ফজলুর রহমান বলেন, চার বছরে সংখ্যালঘুদের জন্য রাজ্য সরকার প্রতিশ্রুতি কম দেয়নি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৫ ০৩:১৪
Share: Save:

সংখ্যালঘুদের ফাঁপা প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ তুলে ইদের বিশাল জমায়েতে ফের রাজ্য সরকারের কড়া সমালোচনা করলেন ইমাম ক্বারি ফজলুর রহমান। শনিবার রেড রোডে ইদের নমাজ পড়ানোর পরে ফজলুর রহমান বলেন, চার বছরে সংখ্যালঘুদের জন্য রাজ্য সরকার প্রতিশ্রুতি কম দেয়নি। কিন্তু সেগুলির অতি অল্পই বাস্তবায়িত হয়েছে। ইমাম দাবি করেন— আর সময় নষ্ট না-করে সরকার এ বার প্রতিশ্রুতিগুলি বাস্তবে পরিণত করুক।

ক্বারি ফজলুর রহমানের এ ধরনের মন্তব্য নতুন নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই দাবি করেছেন— সংখ্যালঘুদের জন্য তাঁর সরকার প্রতিশ্রুতির চেয়ে অনেক বেশি কাজ করেছে, তিনি তত বারই তার সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করে সরব হয়েছেন। এ দিনও ফজলুর রহমান বলেন, সরকারের কাগুজে প্রতিশ্রুতির বহরটা কম নয়। শুধু সেগুলো বাস্তবায়ন হয় না— এই যা সমস্যা! উদাহরণ হিসাবে তিনি বলেন, ‘‘রাজ্য সরকার ১০ হাজার মাদ্রাসাকে স্বীকৃতি দেবে বলেছিল। কিন্তু চার বছরে স্বীকৃতি দেওয়া হয়েছে ক’টিকে? মাত্র ১৩৭টি মাদ্রাসাকে! তা-ও সেখানে পাঠ্যবই ছাড়া কিছুই দেওয়া হয়নি।’’ ইমাম অভিযোগ করেন, ওই মাদ্রাসাগুলির শিক্ষকদের বেতনটুকু পর্যন্ত সরকার দিচ্ছে না। ফলে তাঁরা খুবই সঙ্কটে পড়েছেন।

ফজলুর রহমানের বক্তৃতার কিছু ক্ষণ পরে রেড রোডের জমায়েতে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এ রাজ্যে সংখ্যলঘুদের পাশে সব সময়েই আছে রাজ্য সরকার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Imam ramjan muslim development issue
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE