বাবা-মায়ের মৃত্যুর পরে সম্পত্তি নিয়ে ভাইবোনেদের বিবাদ আদালত পর্যন্ত গড়ালে তার সান্ত্বনা থাকে না। একটি ঘটনার কথা বলি। বাবা পুরুলিয়ার সম্পন্ন ব্যবসায়ী। তিনি মারা যাওয়ার পর বোন ব্যবসার অর্ধেক দাবি করল। ভাই রাজি নয়। বোন মামলা করল। আদালত কমিশনার নিয়োগ করল। কমিশন নিয়োগের বিরুদ্ধে ভাই গেল হাইকোর্টে। পাঁচ বছর মামলা চলল। জলের মতো টাকা খরচ হল। গুরুজনেরা ভাই-বোনকে বুঝিয়ে বলার পর দু’জনে মামলা প্রত্যাহার করে নিল। ব্যবসা রইল ভাইয়ের দখলে, তার আয় থেকে বোনের মাসোহারার ব্যবস্থা হল। এমন অনেক ঘটে। এই সংকটের মূলে রয়েছেন বাবা-মায়েরাই। উইল করা ভাল। আর তা আইনজীবীর পরামর্শ মেনেই করা উচিত। কারণ, আইন মোতাবেক উইল করা না হলে প্রোবেট পেতে সমস্যা হয়।
উত্তরাধিকারের কিছু নিয়ম রইল এখানে
• সম্পত্তি যদি থাকে বাবার নামে, তা হলে তিনি উইল না করে থাকলে মা এবং ছেলেমেয়েরা সমান ভাগের মালিক।
• বাবা কিংবা মা যদি উইল করে নির্দিষ্ট না করেন, তাহলে প্রত্যেক সন্তান সমান ভাগ পাবেন।
• দাদা বা দিদি অবিবাহিত বা নিঃসন্তান হলে ভাইবোন তার সম্পত্তি পেতে পারেন।
• অবিবাহিত, নিঃসন্তান অবস্থায় কোনও ব্যক্তি মারা গেলে তাঁর বাবা-মা, তাঁরা না থাকলে কাকা, জেঠা সম্পত্তির ভাগ পাবেন।