Advertisement
E-Paper

৭ দিনের লন্ডন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা, ভাষণ দেবেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে, করবেন শিল্পবৈঠকও

এ মাসেই লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও গবেষকদের সামনে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে মমতাকে। দিন সাতেকের সফরে শিল্পবৈঠকও করবেন মমতা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৫ ১৯:১৫
In her coming London tour Bengal CM Mamata Banerjee will address at Oxford University

মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল ছবি।

আগামী ২১ মার্চ লন্ডন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কলকাতা থেকে দুবাই হয়ে তিনি লন্ডনে পৌঁছোবেন। সফরে নানা কর্মসূচি রয়েছে তাঁর। ভাষণ দেবেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। অক্সফোর্ডের শিক্ষার্থী ও গবেষকদের সামনে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে মমতাকে। ভাষণে পশ্চিমবঙ্গের উন্নয়ন, কন্যাশ্রীর মতো সামাজিক প্রকল্প, বাংলার সংস্কৃতি, বাংলার ইতিহাস থেকে শুরু করে পর্যটনের পরিবেশ নিয়ে বলতে পারেন তিনি।

এই সফরে শিল্পবৈঠকও রয়েছে মুখ্যমন্ত্রীর। সেখানে রাজ্যের বর্তমান শিল্পনীতি এবং শিল্প-পরিবেশের কথা তুলে ধরবেন বলে জানাচ্ছে নবান্নের একটি সূত্র। এই সফরেও অন্যতম প্রধান লক্ষ্য হল পশ্চিমবঙ্গে বিনিয়োগ আনা। লন্ডনে তিনি শিল্পপতি ও বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। সেই বৈঠকে রাজ্যে নতুন শিল্প স্থাপন, তথ্যপ্রযুক্তি, উৎপাদন ক্ষেত্র এবং পর্যটন-উন্নয়ন নিয়ে আলোচনা হতে পারে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে তিনি পশ্চিমবঙ্গের ব্যবসাবান্ধব নীতিগুলোর উপর জোর দেবেন। ফেব্রুয়ারি মাসে দু’দিন ব্যাপী শিল্পসম্মেলন হয়েছিল পশ্চিমবঙ্গে। বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের সাফল্যের দিকগুলিও সেখানকার শিল্পমহলের কাছে তুলে ধরতে পারেন তিনি। এর আগেও লন্ডন সফরের সময় সে দেশের বণিকমহলের সঙ্গে এ রাজ্যে বিনিয়োগ নিয়ে আলোচনা করেছিলেন মমতা।

এর আগে ২০২৩ সালে শিল্পে বিনিয়োগ আনতে মুখ্যমন্ত্রী স্পেন সফরে গিয়েছিলেন। ফেরার পথে দুবাইয়েও শিল্পবৈঠক করেন। বাংলার শিল্পমহলের অনেকেই মনে করেন, সেই সফরের সুফল পরবর্তী দু’টি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে রাজ্য পেয়েছে। গত মাসেই দু’দিনের বাণিজ্য সম্মেলন হয়েছে নিউ টাউনে। শিল্পমহলের মতে, সম্মেলন দারুণ ভাবেই সফল। তার মাসখানেকের মধ্যেই মমতার লন্ডন সফর।

শুধু বিনিয়োগ আনার জন্যই নয়, পশ্চিমবঙ্গের সঙ্গে ব্রিটেনের সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ককে আরও দৃঢ় করাও লন্ডন সফরের অন্যতম উদ্দেশ্য। অতীতে কলকাতা ও লন্ডনের মধ্যে ঘনিষ্ঠ বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক ছিল, যা মুখ্যমন্ত্রীর সফরের মাধ্যমে নতুন মাত্রা পেতে পারে বলে মনে করছেন রাজ্যের একাধিক দফতরের আধিকারিকেরা।

২৯ মার্চ কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী।

CM Mamata Banerjee mamata london visit
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy