বামেদের সঙ্গে জোট ছাড়া বিকল্প পথ নেই। বাংলায় বিজেপির উত্থান মোকাবিলা করার জন্যও বাম ও কংগ্রেসের যৌথ লড়াই প্রয়োজন। এই সুরেই রাহুল গাঁধীর সঙ্গে বৈঠকে সওয়াল করলেন বাংলার কংগ্রেস নেতারা। এমনকি, গত বছর লোকসভা ভোটের আগে যাঁদের আসন সংক্রান্ত দাবির জেরে বামেদের সঙ্গে সমঝোতা ভেস্তে গিয়েছিল, তাঁদেরও এখন প্রদেশ নেতৃত্বের বাকিদের সঙ্গে সুর এক।
বৈঠকের পরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরবাবু বলেন, ‘‘বামেদের সঙ্গে যৌথ আন্দোলনের পথেই আমরা চলছি। বাংলায় দলের মধ্যে অন্যে কোনও মতামত আছে কি না, কংগ্রেস শীর্ষ নেতৃত্ব তা বুঝতে চেয়েছিলেন। রাজ্যে দলের সকলেই একসুরে মত দিয়েছেন। এর পরে হাইকম্যান্ডের আনুষ্ঠানিক সম্মতি এলে আমরা আসন-রফা সংক্রান্ত পরবর্তী প্রক্রিয়া শুরু করব।’’
রাজ্যে বেশ কিছু দিন ধরে বামেদের সঙ্গে যৌথ কর্মসূচি নিয়েই এগোচ্ছে কংগ্রেস। তবু প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে অধীর চৌধুরী দায়িত্ব নেওয়ার পরে দলের অন্দরের মনোভাব বুঝে নিতে চেয়েছিলেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সেই লক্ষ্যেই বৈঠক ডেকেছিলেন রাহুল। বৈঠকে উপস্থিত বাংলার সব নেতাই হাত তুলে বামেদের সঙ্গে জোটের পক্ষে সায় দিয়েছেন। রাজ্য কংগ্রেসের এই মনোভাবের কথা রাহুল কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীকে জানাবেন।