Advertisement
২১ মে ২০২৪
Indian Railways

Indian Railways: নজরদারি বাড়াতে এবার ছোট স্টেশনেও বসানো হবে সিসিটিভি ক্যামেরা

খুব শীঘ্রই ওই কাজ শুরু হবে বলে রেল পুলিশ সূত্রের খবর। ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

শিবাজী দে সরকার
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২২ ০৬:০৪
Share: Save:

বড় স্টেশনের মতো ছোট রেল স্টেশনগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করতে চাইছে রাজ্য রেল পুলিশ। তাই বড় মাপের স্টেশনগুলির মতো এ বার শিয়ালদহ রেল পুলিশ ডিভিশনের অধীনে থাকা ছোট স্টেশনগুলিকেও সিসিটিভি ক্যামেরার নজরদারির অধীনে আনতে চাইছে পুলিশ। যার মধ্যে রয়েছে সোনারপুর, বারুইপুর, বনগাঁ, ব্যারাকপুর, রানাঘাট, কৃষ্ণনগরের মতো স্টেশনগুলিও।

খুব শীঘ্রই ওই কাজ শুরু হবে বলে রেল পুলিশ সূত্রের খবর। ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কয়েকটি বড় স্টেশনে রেলের কিছু নিজস্ব সিসিটিভি থাকলেও এত দিন ছোট স্টেশনে সিসিটিভি ছিল না।

রেল পুলিশ সূত্রের খবর, শিয়ালদহ রেল পুলিশ ডিভিশনের চোদ্দটি থানায় ১৩২টি ক্যামেরা বসানো হবে। ওই ক্যামেরার ফুটেজ যাতে বেশিদিন সংরক্ষিত রাখা যায়, তার ব্যবস্থাও করা হচ্ছে।

সূত্রের খবর, দেশের বিভিন্ন স্টেশনে নাশকতার ঘটনা লেগেই রয়েছে। এ ছাড়া ছোট স্টেশনগুলিতে নজরদারি কম থাকার ফলে সীমান্ত পেরিয়ে আসা জঙ্গিরা ওই স্টেশনগুলি ব্যবহার করে বিভিন্ন জায়গায় যাচ্ছে। কিছুদিন আগে মধ্যপ্রদেশ এবং অসমে ধরা পড়া জঙ্গিরা এ ভাবেই সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গ ঘুরে সেখানে গিয়েছিল। এ ছাড়াও যাত্রী সেজে ডাকাতি, ছিনতাই করে ট্রেন থেকে নেমে চলে যাওয়ার ঘটনা, মাদক খাইয়ে যাত্রীদের সর্বস্ব লুটের মতো ঘটনাও প্রায়ই ঘটে। সে ক্ষেত্রে তদন্ত করতে গিয়ে এতদিন গুটি কয়েক সিসিটিভির ওপর নির্ভর করতে হচ্ছিল রেল পুলিশকে। ছোট স্টেশনে অপরাধ হলে মূলত ‘সোর্স’-এর উপরেই নির্ভর করে থাকতে হয় তদন্তকারীদের।

রেল পুলিশের এক কর্তার কথায়, ছোট স্টেশনে সিসিটিভির মাধ্যমে কোনও রকম নজরদারির ব্যবস্থা করা হচ্ছিল না। ঘটনার পরে সিসিটিভি ফুটেজ না থাকায় অনেক সময় অপরাধীকে চিহ্নিত করতে সময় লাগে। সিসিটিভির নজরদারি থাকলে তদন্ত এবং অপরাধ ঠেকাতে সুবিধে হবে।

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোনারপুর কিংবা বারুইপুরের মতো স্টেশন যেখানে দৈনিক গড়ে কয়েক হাজার মানুষ যাতায়াত করেন, সেখানে রেলের কয়েকটি সিসিটিভি ছাড়া স্টেশনে কোনও ক্যামেরা নজরদারি নেই। একই অবস্থা বনগাঁ, যাদবপুর, বেলডাঙ্গা, পলাশীর মতো রেল স্টেশনগুলির।

তবে এই উদ্যোগের পরেও প্রশ্ন রয়েছে। রেল পুলিশেরই একাংশের মতে, এ বারেও শিয়ালদহ রেল পুলিশ জেলার সব স্টেশনে ক্যামেরা বসছে না। আর যতদিন পর্যন্ত সব স্টেশনকে ক্যামেরার নজরদারির অধীনে না আনা যাবে, ততদিন নিরাপত্তায়
ফাঁক থেকেই যাবে বলে। যদিও রেল পুলিশের শীর্ষ কর্তাদের আশ্বাস, প্রক্রিয়া সবে শুরু হয়েছে। ধাপে ধাপে সব স্টেশনেই সিসিটিভি ক্যামেরা বসানো হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Indian Railways
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE