Advertisement
০৫ মে ২০২৪

বিশ্ববিদ্যালয়ে বিনি পয়সার ওয়াই-ফাই

নিখরচায় ওয়াই-ফাই পরিষেবা চালু হতে চলেছে সমগ্র বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় চত্বরে। পরীক্ষামূলক ভাবে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি জোনে ওয়াই ফাই পরিষেবা আগেই চালু হয়েছে। কাল, মঙ্গলবার থেকে পুরো বিশ্ববিদ্যালয় চত্বরে সুবিধা মিলবে।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২০ জুন ২০১৬ ০৬:৩৬
Share: Save:

নিখরচায় ওয়াই-ফাই পরিষেবা চালু হতে চলেছে সমগ্র বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় চত্বরে। পরীক্ষামূলক ভাবে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি জোনে ওয়াই ফাই পরিষেবা আগেই চালু হয়েছে। কাল, মঙ্গলবার থেকে পুরো বিশ্ববিদ্যালয় চত্বরে সুবিধা মিলবে। বিশ্ববিদ্যালয় চত্বরে উন্নতমানের ওয়াই-ফাই পরিষেবাই মিলবে বলে জানান উপাচার্য রঞ্জন চক্রবর্তী।

খড়্গপুর আইআইটি চত্বরে ২০০৪ সাল থেকেই নিখরচায় ওয়াই ফাই পরিষেবা চালু হয়েছে। আইআইটি-র পড়ুয়া ও কর্মীরাই এই পরিষেবার সুবিধা পান। এ বার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই পরিষেবা চালুর সিদ্ধান্তে খুশি ছাত্রছাত্রীরা। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া রিয়া সুলতানা, ঈশানী পাত্রদের কথায়, “আজকাল পড়াশোনায় ইন্টারনেটের একটা বড় ভূমিকা রয়েছে। ক্যাম্পাসে নিখরচায় ওয়াই-ফাই পরিষেবা মিললে সুবিধাই হবে।’’

এক সময় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি চত্বরে এই পরিষেবা চালু হয়। পরে প্রশাসনিক ভবন চত্বরেও এই পরিষেবা মিলতে থাকে। একাধিক বিভাগের সামনেও নিখরচায় নেটচর্চার সুযোগ মিলত। তবে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফ্রি ওয়াই- ফাই পরিষেবা এতদিন চালু হয়নি। কর্তৃপক্ষের দাবি, অন্য বিশ্ববিদ্যালয়েও পুরো ক্যাম্পাসে এই পরিষেবা মেলে না। অন্তত এখনও। কলকাতা বিশ্ববিদ্যালয়ের মূল ভবনের মধ্যে ঢুকে গেলেই মোবাইলের নেট- সংযোগ বিঘ্ন হতে শুরু করে। বরং কলেজ স্ট্রিটে সহজে ফ্রি ওয়াই- ফাইয়ের সুবিধে মেলে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা ফ্রি ওয়াই- ফাইয়ের সুবিধে পান না। সেখানে এই সুযোগ শুধু শিক্ষক এবং গবেষকদের জন্য।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জয়ন্তকিশোর নন্দীর কথায়, “এ বার পুরো ক্যাম্পাসে এই পরিষেবা মিলবে। পরিকাঠামো প্রায় তৈরি।” জয়ন্তকিশোরবাবু আরও বলেন, “পাসওয়ার্ড থাকবে। তা ছাত্রছাত্রীদের জানিয়ে দেওয়া হবে। পাসওয়ার্ড জেনে নিয়ে ফ্রি ওয়াই- ফাইয়ের সুবিধে নিতে পারবেন ছাত্রছাত্রীরা।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Wi-Fi vidyasagar university
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE