এক প্রবাসী চিকিৎসকের বিভিন্ন নথি চুরি করে তা দিয়ে প্রায় চার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম অর্ণব বন্দ্যোপাধ্যায়। কসবা থানা এলাকার বাড়ি থেকেই বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করেছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ। ধৃতকে আদালতে তোলা হলে বিচারক ৫ জুন পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, ওই চিকিৎসকের বাড়ি রবীন্দ্র সরোবর থানা এলাকায়। অভিযুক্ত তাঁর পূর্ব পরিচিত। চিকিৎসকের জীবন বিমা থেকে শুরু করে আর্থিক সহায়তার বিভিন্ন কাজ করতেন অভিযুক্ত। তিনি পেশায় জীবন বিমার এজেন্ট। বছর পাঁচেক আগে ওই চিকিৎসক পুলিশে অভিযোগ করেন, তাঁর আর্থিক বিভিন্ন কাজ দেখাশোনা করতেন অর্ণব। সেই সুযোগেই প্রবাসী চিকিৎসকের বিভিন্ন নথি এবং তথ্য হাতিয়ে নিয়ে প্রায় চার কোটি টাকা তুলে নেন ওই এজেন্ট। তদন্তে নেমে পুলিশ বিভিন্ন নথি জোগাড় করে সেগুলি খতিয়ে দেখে। প্রাথমিক ভাবে অভিযোগের সপক্ষে তথ্য মেলার পরেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রের খবর, কোথায় ওই টাকা সরানো হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)