Advertisement
১৬ মে ২০২৪
ED Raid in Shahjahan Sheikh's Home

‘কথা দিন লিখবেন না, লিখলে খারাপ হবে, ইডি যাওয়ার পরেই সব সরিয়ে ফেলেছি’! বললেন শাহজাহানের ঘনিষ্ঠ

আনন্দবাজারের প্রতিনিধি ঋষি চক্রবর্তী হোয়াটসঅ্যাপ কলে যোগাযোগ করেছিলেন শাহজাহানের এক ঘনিষ্ঠের সঙ্গে।

ED

শাহজাহানের বাড়ির দেওয়ালে ইডি-র নোটিশ। বুধবার। ছবি: নির্মল বসু।

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৪ ০৭:১৫
Share: Save:

শেখ শাহজাহানের বাড়িতে যখন বুধবার তল্লাশি চালাচ্ছে ইডি, তখন কী করছিলেন সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শাহজাহান? আনন্দবাজারের প্রতিনিধি ঋষি চক্রবর্তী হোয়াটসঅ্যাপ কলে যোগাযোগ করেছিলেন তাঁর এক ঘনিষ্ঠের সঙ্গে।

প্রশ্ন: শাহজাহান কী করছেন এখন?

সঙ্গী: কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের বহর দেখে উনি হো হো করে হাসছেন।

প্রশ্ন: কেন?

সঙ্গী: হাসবেন না তো কী করবেন? কিছুই তো পাবে না ওরা।

প্রশ্ন: সব কিছু সরিয়ে নিয়েছেন নাকি?

সঙ্গী: দাদা তো দুর্নীতি করেননি। যা ছিল, সে সব অনেক আগে সরিয়ে নিয়েছেন।

প্রশ্ন: কবে সরিয়েছেন?

সঙ্গী: বাকিবুর (রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত বাকিবুর রহমান) ও বালুদা (জ্যোতিপ্রিয় মল্লিক) গ্রেফতারের পরে ওঁদের সঙ্গে ব্যবসার কাগজপত্র, খাতা— সব সরিয়ে ফেলেছেন। যে দিন বাড়ি ছেড়েছিলেন, সে দিন পরিবারের সকলের কাগজ সঙ্গে নিয়েছেন।

প্রশ্ন: বাড়ির অন্য জিনিস কখন সরানো হল?

সঙ্গী: কথা দিন লিখবেন না। লিখলে খারাপ হবে। ৫ তারিখ ইডি চলে যাওয়ার পরে ওই রাতেই, যা ছিল সব সরিয়ে ফেলেছি।

প্রশ্ন: কী কী সরালেন?

সঙ্গী: সব কওয়া যায়? সব কিছু বললে কি চলবে? সে সব বলা যাবে না।

প্রশ্ন: বন্দুক-টাকা এ সব ছিল নাকি?

সঙ্গী: (উচ্চস্বরে হেসে) কী যে বলেন দাদা! বুঝে নিন। তবে আপনার ভাবনায় আসবে না সে সব। ছাড়ুন।

প্রশ্ন: পুলিশ কি সাহায্য করেছে?

সঙ্গী: পুলিশ? এখানে শাহজাহান ভাই-ই পুলিশ। তিনিই শেষ কথা বলেন।

প্রশ্ন: এখন কোথায় আপনারা?

সঙ্গী: জায়গার কথা বলে নাকি কেউ! রিপোর্টার দাদা, তুমি আসলে কে, জানি না। দাদা বলেছেন, তোমার সঙ্গে কথা বলতে, তাই বলছি। হোয়াটসঅ্যাপে তিন বার ভিডিয়ো কল করেছ এলাকা দেখার জন্য। এটুকু বুদ্ধি আছে আমাদের। মুখ্যু হলেও এ সব বুঝি।

প্রশ্ন: আকুঞ্জিপাড়া থেকে কত দূরে আছেন এখন দাদা?

সঙ্গী: আমি আছি ভাইজানের থেকে কিছুটা দূরে। কাল (মঙ্গলবার) রাতে এখানে এসেছি। দুপুরের পরে চলে যাব।

প্রশ্ন: কত দূরে?

সঙ্গী: দু’ঘণ্টা লাগবে।

প্রশ্ন: নদী না সড়কপথে যাওয়া যায়?

সঙ্গী: সে কথা বলা যাবে না। অনেক বলে ফেলেছি।

প্রশ্ন: ইডি এসে সমন দিয়ে গিয়েছে?

সঙ্গী: ভাইজান সব জানেন। টিভিতে দেখেছেন।

প্রশ্ন: কী করে উনি জানলেন, ইডি এসেছে?

সঙ্গী: আগেই খবর ছিল। ভোরে নমাজ পড়ে আর ঘুমোননি। সকালে চা খেতে বসে বললেন, টিভি খোল। আমরা দেখে অবাক হয়েছি।

প্রশ্ন: ইডির অফিসে যাবেন উনি?

সঙ্গী: উকিল-নেতাদের সঙ্গে কথা বলবেন, তার পরে ঠিক করবেন।

প্রশ্ন: কথা হয়েছে কারও সঙ্গে?

সঙ্গী: ফোনে তো অনেকের সঙ্গে কথা বলছেন। কার সঙ্গে কথা বলছেন, আমি কী করে জানব!

প্রশ্ন: শাহজাহানদার সঙ্গে কথা বলা যাবে? রাজি করান।

সঙ্গী: ভাইজান এখন কথা বলবেন না। সময় হলে বলবেন। তোমাকে অনেক কথা জানিয়েছি। রাখো, আর কিছু বলব না‌।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shahjahan Sheikh sandeshkhali TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE