নারদ-কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। সেই মতো বৃহস্পতিবার নিজাম প্যালেসে সিবিআই দফতরে গিয়ে হাজিরা দিলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ইকবাল আহমেদ। এ দিন বেলা সওয়া ১১টা নাগাদ তিনি নিজাম প্যালেসে পৌঁছন।
গত বৃহস্পতিবার সিবিআই চিঠি দেয় ইকবালকে। শনিবার নিজাম প্যালেসের সিবিআই দফতরে তাঁকে যেতে বলা হয়েছিল। কিন্তু ইকবাল সিবিআইকে আইনজীবী মারফত জানিয়ে দেন, শারীরিক অসুস্থতার কারণে শনিবার যাওয়া সম্ভব নয়। পরে সিবিআই-এর তরফে তাঁর বাড়িতে লোক পাঠিয়ে বৃহস্পতিবার হাজিরা দেওয়ার কথা জানানো হয়। সেই মতো তিনি এ দিন নিজাম প্যালেস গিয়েছেন।
আরও পড়ুন
গুরুঙ্গের অফিসে পুলিশি হানায় উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র, বিস্ফোরক
সিবিআই সূত্রের খবর, নারদ নিউজের কর্ণধার সাংবাদিক ম্যাথু স্যামুয়েল ২০১৪ সালে লোকসভা ভোটের আগে কলকাতায় এসে ট্যাক্সিচালক ইসমাইলের সঙ্গে যোগাযোগ করেন। ইসমাইল তাঁকে নিয়ে যান সৈয়দ তারজার মির্জা ওরফে টাইগারের কাছে। ইকবালের সঙ্গে ম্যাথুর যোগাযোগ করিয়ে দেন টাইগার। ঠিক যে পথে একের পর এক লোক ধরে শাসক দলের নেতা-নেত্রীদের কাছে পৌঁছেছিলেন নারদ কর্তা, সেই ক্রম মেনেই জেরা-পর্ব এগোতে চায় সিবিআই। তদন্তকারীরা জানিয়েছেন, কারা টাকা নিতে পারেন, ইকবালই সেই খবর ম্যাথুকে জুগিয়েছিলেন। বাছাই কয়েক জন ভোটপ্রার্থী, নেতা ও মন্ত্রীর কাছে নারদ কর্তাকে নিয়ে যান তিনি নিজেই। তদন্তকারীদের অভিযোগ, ইকবাল নিজেও ম্যাথুর থেকে টাকা নেন। ওই টাকা কোন খাতে খরচ হয়েছে, খতিয়ে দেখা হচ্ছে। ডেপুটি মেয়রের সঙ্গীরাও নগদ টাকার লেনদেন করেছেন বলে জেনেছেন অফিসারেরা।