Advertisement
E-Paper

ভোট করাতেই কি পরীক্ষা আগেভাগে

আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক— এগিয়ে আনা হল দু’টি পরীক্ষাই। মাধ্যমিক এগোলো ২৩ দিন। উচ্চ মাধ্যমিক ২৬ দিন। কিন্তু পরীক্ষাসূচিতে কেন হাত পড়ল ? মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এর কোনও ব্যাখ্যা না দিলেও শিক্ষা জগতের সঙ্গে যুক্ত অনেকেই মনে করছেন, মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো নির্দিষ্ট সময়ে বিধানসভা ভোট করানোর জন্যই পরীক্ষা এগিয়ে আনা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুন ২০১৫ ০৩:৪২

আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক— এগিয়ে আনা হল দু’টি পরীক্ষাই। মাধ্যমিক এগোলো ২৩ দিন। উচ্চ মাধ্যমিক ২৬ দিন। কিন্তু পরীক্ষাসূচিতে কেন হাত পড়ল ?

মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এর কোনও ব্যাখ্যা না দিলেও শিক্ষা জগতের সঙ্গে যুক্ত অনেকেই মনে করছেন, মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো নির্দিষ্ট সময়ে বিধানসভা ভোট করানোর জন্যই পরীক্ষা এগিয়ে আনা হয়েছে। এতে পড়ুয়াদের প্রস্তুতির সময় কমবে বলেও মনে করছেন তাঁরা।

পরিবেশ বিধির বাধা এড়িয়ে ভোট-প্রচারে মাইক বাজানোর সুযোগ করে দিতেই সরকারের এই সিদ্ধান্ত বলে মনে করছেন শিক্ষকদের একাংশ। তাঁদের বক্তব্য, নির্বাচনের জন্য কখনও-সখনও কলেজ-বিশ্ববিদ্যালয় স্তরের পরীক্ষাসূচি বিঘ্নিত হলেও মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের সমস্যা হয়নি।

তাই জোড়া সূচিবদলের এই ঘটনাকে কিছুটা ব্যাতিক্রমী বলেই মনে করছেন তাঁরা। মধ্যশিক্ষা পর্ষদ শুক্রবার জানিয়েছে, ২০১৬-র মাধ্যমিক শুরু হবে ১ ফেব্রুয়ারি। চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। এ বছর ওই পরীক্ষা শুরু হয়েছিল ২৪ ফেব্রুয়ারি। আর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি প্রকাশ করেছে শনিবার। তাদের ওয়েবসাইটে ঘোষিত সূচি অনুযায়ী, লিখিত পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি, চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এ বছর ১২ মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। অর্থাৎ দু’টি পরীক্ষায় এ বার অন্তত বিশ দিন করে এগিয়ে আনা হচ্ছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ফল প্রকাশের দিনই পরের বছরের পরীক্ষাসূচি ঘোষণা করা হয়। কিন্তু এ বছর রীতি ভেঙেছে দু’টি ক্ষেত্রেই। এবং তাতেই শুরু হয় জল্পনা — তা হলে কি বিধানসভার নির্বাচন এগিয়ে আনা হবে? নাকি, ভোটের কথা মাথায় রেখেই পরীক্ষাসূচিতে পরিবর্তন করা হবে!

কিছুটা ধোঁয়াশা কাটে মুখ্যমন্ত্রীর কথায়। সম্প্রতি বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী বছর বিধানসভার ভোট যথাসময়েই হবে। আর মুখ্যমন্ত্রীর এই ঘোষণার দিন কয়েকের মধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যথাক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সূচি ঘোষণা করেছে। তাই ফের উঠছে প্রশ্ন — ভোট করাতেই কি আগেভাগে পরীক্ষা মিটিয়ে ফেলার আয়োজন?

পর্ষদ ও সংসদের তরফে অবশ্য এর কোনও সদুত্তর মেলেনি। শনিবার মধ্যশিক্ষা পর্ষদের প্রশাসক কল্যাণময় গঙ্গোপাধ্যায় কেবল বলেন, ‘‘মাধ্যমিক ১ ফেব্রুয়ারি শুরু হবে। এর থেকে বেশি কিছু বলার নেই।’’ সংসদ সভাপতি মহুয়া দাসের মোবাইল ফোন বন্ধই ছিল।

অভিভাবকদের অনেকেই বলছেন, এ ভাবে পরীক্ষা এগিয়ে আনায় প্রস্তুতির সময় কমে যাবে। পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নীহারেন্দু চৌধুরীর বক্তব্য—‘‘টেস্ট এবং মূল পরীক্ষার মাঝের সময়টা প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষা এগোনোয় ছাত্রছাত্রীদের ক্ষতিই হবে।’’

তা হলে কেন সূচিতে এই রদবদল? শিক্ষা দফতরেরই একাংশ বলছেন, মাইক বাজিয়ে ভোট-প্রচার সারার পথে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বাধা হয়ে দাঁড়ায়। এ বছরই পুরভোটের প্রচারে সিবিএসই পরীক্ষা পড়ে গিয়েছিল। কিন্তু রাজ্য নির্বাচন কমিশন মাইক বাজানোর উপরে নিষেধাজ্ঞা জারি না করায় তা নিয়ে বিতর্ক শুরু হয়। তা গড়ায় আদালত পর্যন্ত। এ বার তাই আগে থেকেই বাধা সরিয়ে রাখা হল!

মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক

• ২০১৬ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি: ১ ফেব্রুয়ারি: প্রথম ভাষা, ২ ফেব্রুয়ারি: দ্বিতীয় ভাষা, ৩ ফেব্রুয়ারি: ভূগোল, ৫ ফেব্রুয়ারি: ইতিহাস, ৬ ফেব্রুয়ারি: ভৌতবিজ্ঞান, ৮ ফেব্রুয়ারি: গণিত, ৯ ফেব্রুয়ারি: জীবনবিজ্ঞান ও ১০ ফেব্রুয়ারি: ঐচ্ছিক বিষয়।

• ২০১৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি: ১৫ ফেব্রুয়ারি: প্রথম ভাষা, ১৭ ফেব্রুয়ারি: দ্বিতীয় ভাষা, ১৯ ফেব্রুয়ারি: পদার্থবিদ্যা, পুষ্টিবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান ও হিসাবশাস্ত্র, ২০ ফেব্রুয়ারি: কম্পিউটারবিজ্ঞান, কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশবিজ্ঞান, স্বাস্থ্য ও শারীরশিক্ষা, সঙ্গীত ও ভিস্যুয়াল আর্টস, ২২ ফেব্রুয়ারি: গণিত, মনোবিদ্যা, নৃতত্ত্ব, কৃষিবিদ্যা, ইতিহাস, ২৪ ফেব্রুয়ারি: রসায়ন, অর্থনীতি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সি, আরবি ও ফরাসি, ২৬ ফেব্রুয়ারি: জীববিদ্যা, বিজনেস স্টাডিস, রাষ্ট্রবিজ্ঞান, ২৭ ফেব্রুয়ারি: রাশিবিজ্ঞান, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট ও ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট। ২৯ ফেব্রুয়ারি কর্মাসিয়াল ল অ্যান্ড অডিটিং, দর্শনশাস্ত্র ও সমাজবিজ্ঞান।

Madhyamik HS HS examination schedule
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy