Advertisement
E-Paper

স্বামী অপহরণ করেছে ছেলেমেয়েদের, অভিযোগ ইসরতের

এ ব্যাপারে বৃহস্পতিবার বিকেলে হাওড়ার গোলাবাড়ি থানায় একটি এফআইআর করেছেন ইসরত।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৭ ১৮:১২
ইসরত জাহান।- ফাইল চিত্র।

ইসরত জাহান।- ফাইল চিত্র।

তাঁর ৪ ছেলেমেয়ের মধ্যে ২ জনকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ইসরত জাহান। অভিযোগটা তাঁর স্বামীর বিরুদ্ধে। ২০১৪ সালে টেলিফোনে দুবাই থেকে তাঁকে তিন তালাক দেওয়ার পর তাঁর স্বামী ইসরতের ৪ ছেলেমেয়ের মধ্যে ২ জনকে তাঁর কাছ থেকে কেড়ে নিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ। সেই ১৩ বছর বয়সী মেয়ে আর ৭ বছরের ছেলে কিছু দিন আগে ফিরে এসেছিল ইসরতের কাছে। ইসরতের অভিযোগ, এ দিন দুপুরে ওই দুই ছেলেমেয়েকেই অপহরণ করে নিয়ে গিয়েছেন তাঁর স্বামী।

এ ব্যাপারে বৃহস্পতিবার বিকেলে হাওড়ার গোলাবাড়ি থানায় একটি এফআইআর করেছেন ইসরত।

আরও পড়ুন- ‘ব্লু হোয়েলে ঢোকা যায়, বেরনো যায় না’, সুইসাইড নোটে লিখে আত্মঘাতী ছাত্র

আরও পড়ুন- ‘ব্লু হোয়েল’-এর অ্যাডমিন, ১৭ বছরের কিশোরী, রাশিয়ায় গ্রেফতার

যে ৫ মহিলার অভিযোগের ভিত্তিতে তিন তালাক মামলায় সুপ্রিম কোর্ট গত সপ্তাহে ঐতিহাসিক রায় দিয়েছে, ইসরত তাঁদের অন্যতম।

এফআইআরে ইসরতের অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে তিনি হঠাৎ দেখেন, তাঁর ৪ ছেলেমেয়ের মধ্যে ২ জনই নিখোঁজ। তাঁর স্বামীই ওই দুই ছেলেমেয়েকে অপহরণ করেছেন।

২০১৪ সালে দুবাই থেকে টেলিফোনে ইসরতকে তিন তালাক দিয়েছিলেন তাঁর স্বামী। নিয়ে গিয়েছিলেন ইসরতের ১৩ বছরের মেয়ে ও ৭ বছরের ছেলেকে। তার পরেই মামলা দায়ের করেছিলেন ইসরত।

এ দিন এফআইআরে ইসরতের অভিযোগ, ওই মামলা দায়ের করার পরেই তাঁর শ্বশুর বাড়ির লোকজন তাঁকে ‘বদ মহিলা’র তকমা দেন।

Triple Talaq Ishrat Jahan Kidnapping ইসরত জাহান
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy