রাজ্য উচ্চ শিক্ষা দফতর প্রকাশিত স্নাতকে ভর্তির কেন্দ্রীয় পোর্টাল চালুর প্রথম কয়েক ঘণ্টায় ভালই সাড়া মিললেও বুধবার পূর্ব ঘোষণামাফিক ভর্তি পোর্টাল প্রকাশই করতে পারেনি যাদবপুর বিশ্ববিদ্যালয়। কর্তৃপক্ষ সূত্রে খবর, পোর্টাল প্রকাশের জন্য আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। হাই কোর্টের মঙ্গলবারের নির্দেশের পরে ওবিসি-দের তালিকা, নম্বরের মাপকাঠির মতো কিছু বিষয়ে ধন্দ রয়েছে।
এক্স হ্যান্ডলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, উচ্চ শিক্ষা দফতরের ভর্তি পোর্টালে এ দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৮,৪৪৩ জন নাম নথিভুক্ত করেছেন। মোট ৭১,৯৪৯টি আবেদন করেছেন তাঁরা। ‘এগিয়েবাংলা’ হ্যাশট্যাগ দিয়ে ব্রাত্য জানান, আবেদনকারীদের মধ্যে ২৫১ জন ভিন্ রাজ্যের।
সরকারি এই পোর্টালে নিখরচায় আবেদন করা যাচ্ছে। কোনও শিক্ষার্থী নানা বিষয়ে মোট ২৫টি আবেদন করতে পারেন। কিছু ক্ষেত্রে ‘গেটওয়ে চার্জ’ দিতে হলেও তা আবেদনকারীর অ্যাকাউন্টে ফিরে আসবে বলে জানান ব্রাত্য। এ জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, মোবাইল ফোন নম্বর, ইমেল আইডি সতর্ক ভাবে নথিভুক্ত করতে বলা হয়েছে। পোর্টালে বাদ রাখা হয়েছে বিভিন্ন আইন কলেজ, বিএড কলেজ, স্বশাসিত এবং সংখ্যালঘু প্রতিষ্ঠানকে। যাদবপুর, প্রেসিডেন্সির মতো যেখানে প্রবেশিকা পরীক্ষা হয়, তারাও নেই।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)