কেন্দ্রীয় সরকারের খসড়া জাতীয় শিক্ষানীতির সমালোচনায় সরব হলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস, সহ উপাচার্য প্রদীপ ঘোষ, প্রসার ভারতীর প্রাক্তন সিইও জহর সরকার প্রমুখ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গাঁধী ভবনে ‘অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটি’র সম্মেলনে রবিবার সুরঞ্জনবাবু বলেন, ‘‘এই শিক্ষানীতির ফলে শিক্ষার কেন্দ্রীকরণ হবে, মার্কিনিকরণের প্রক্রিয়া শুরু হবে, বেসরকারিকরণের উদ্যোগ বাড়বে।’’ প্রদীপবাবুরও বক্তব্য, ‘‘ওই শিক্ষানীতিতে বেসরকারি স্কুল ব্যবস্থা প্রাধান্য পাবে।’’ ওই সম্মেলনে ছিলেন অ্যাবুটার তরুণ নস্কর, শিক্ষাবিদ মীরাতুন নাহার প্রমুখ।