Advertisement
E-Paper

ফোনে গালিগালাজের অভিযোগ, বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে থানায় আসানসোলের মেয়র

ঘটনার সময় আসানসোল পুরসভা অফিসে তাঁর ঘরে পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান উপস্থিত ছিলেন বলেও জানান জিতেন্দ্র তিওয়ারি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুন ২০১৯ ১৯:০৭
বাবুল সুপ্রিয়র নাম করে ফোন এসেছিল বলে দাবি জিতেন্দ্র তিওয়ারির। —ফাইল চিত্র।

বাবুল সুপ্রিয়র নাম করে ফোন এসেছিল বলে দাবি জিতেন্দ্র তিওয়ারির। —ফাইল চিত্র।

কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় ফোন করে আপত্তিকর ভাষায় গালিগালাজ করেছেন বলে পুলিশে অভিযোগ করলেন আসানসোল পুরসভার মেয়র তথা তৃণমূল বিধায়ক জিতেন্দ্রকুমার তিওয়ারি। ফোনে তাঁকে হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

শনিবার আসানসোল দক্ষিণ থানায় করা ওই এফআইআরে জিতেন্দ্র অভিযোগ করেন, ‘‘এ দিন দুপুর ১টা ৯ মিনিটে আমার কাছে একটি প্রাইভেট নম্বর থেকে ফোন আসে। তাতে এক ব্যক্তি নিজেকে আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় বলে দাবি করেন। অশ্রাব্য ভাষায় আমাকে গালিগালাজ করেন। হুমকিও দেন।’’

ঘটনার সময় আসানসোল পুরসভা অফিসে তাঁর ঘরে পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান উপস্থিত ছিলেন বলেও চিঠিতে জানান জিতেন্দ্র তিওয়ারি। পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করার কথা বলেন তিনি।

জিতেন্দ্রকুমার তিওয়ারির চিঠি।

আরও পড়ুন: অশান্ত কাঁচড়াপাড়া, জয় শ্রীরাম ধ্বনির মধ্যেই পুলিশি পাহারায় এলাকা ছাড়লেন জ্যোতিপ্রিয়​

আরও পড়ুন: ভারতকে দেওয়া বাণিজ্যিক সুবিধা ছাঁটাই করল আমেরিকা, ‘দুর্ভাগ্যজনক’ বলল নয়াদিল্লি​

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাবুল সুপ্রিয় নিজের প্রতিক্রিয়ায় টিএমসিকে ‘টিএমছি’ আখ্যা দেন। তিনি বলেন, ‘‘সমাজবিরোধী কাজকর্মে যুক্ত টিএমছি গুন্ডাদের যখন সহযোগিতা করতে বলা হচ্ছে, অশ্রাব্য ভাষা ব্যবহার করতে নিষেধ করা হচ্ছে, তখন হুমকি বলে মনে হয় ওদের। পদমর্যাদার কথা মাথায় রাখতে বললে, জনকল্যাণকে নোংরা রাজনীতির ঊর্ধ্বে রাখতে বললে, মনে ভয় ধরছে ওদের।’’ তিনি আরও বলেন, ‘‘বাচ্চাদের মতো ভুয়ো অভিযোগে এফআইআর দায়ের করে খামোকা পুলিশের সময় নষ্ট করছেন উনি। তার চেয়ে আমার সঙ্গে সহযোগিতা করুন।’’

Jitendra Tiwari Babul Supriyo TMC BJP Asansol Police FIR
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy