দীর্ঘদিন ধরে তিনি হেপাটাইটিস বি-র রোগিণী। তা সত্ত্বেও আলিপুর মহিলা সংশোধনাগারে খাগড়াগড় বিস্ফোরণ মামলার অন্যতম অভিযুক্ত আলিমা বিবি মেডিক্যাল ডায়েট পাচ্ছেন না বলে সোমবার এনআইএ আদালতে অভিযোগ তুললেন তাঁর আইনজীবী মহম্মদ শাহনওয়াজ হোসেন।
এ দিন খাগড়াগড় মামলার সাক্ষ্যগ্রহণ ছিল। আলিমার আইনজীবী জানান, এমন রোগিণীকে মেডিক্যাল ডায়েট না-দিয়ে সাধারণ খাবার দেওয়া হলে তাঁর সিরোসিস অব লিভার হওয়ার আশঙ্কা। বিচারক প্রসেনজিৎ বিশ্বাস এই ব্যাপারে জেলের সুপারের রিপোর্ট তলব করেছেন। বর্ধমানের খাগড়াগড়ে ২০১৪-র ২ অক্টোবর যাঁর বাড়িতে বিস্ফোরণ হয়, তিনি এ দিন সাক্ষ্য দেন। আদালত সূত্রের খবর, বিস্ফোরণের পরে ওই বাড়ির দোতলা থেকে যে-সব জিনিস বাজেয়াপ্ত করা হয়, তার মধ্যে প্রায় ২০টি জিনিস এ দিন শনাক্ত করেছেন বাড়ি-মালিক।
বিস্ফোরণের দিন ঘটনাস্থল থেকেই আলিমাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত পক্ষের আইনজীবীদের বক্তব্য, বছর সাতাশের আলিমাকে কিছু দিন মেডিক্যাল ডায়েট দেওয়া হয়েছিল। গত দু’তিন মাস যাবৎ তা বন্ধ রাখা হয়েছে।
আলিমাকে নিয়ে এই মামলায় ধৃতের সংখ্যা ২৬। অভিযুক্ত পক্ষের আইনজীবীদের বক্তব্য, জেলে চা-বিস্কুট খাইয়ে শুনানির দিন সকাল ১০টায় ওই ২৬ জনকে আদালতে নিয়ে আসা হয়। বিকেল প্রায় ৪টে পর্যন্ত তাঁরা থাকেন আদালতে। এই ছ’ঘণ্টায় তাঁদের শুধু এক কাপ চা আর দু’টি বিস্কুট দেওয়া হয়। এটা চললে ওঁরা অসুস্থ হয়ে পড়তে পারেন। কোর্ট লক-আপে তাঁদের ঠিকঠাক খাবার দেওয়া উচিত বলে মন্তব্য করেন অভিযুক্তদের আইনজীবীরা। এনআইএ আদালতের বিচারক এই ব্যাপারে কোর্ট ইনস্পেক্টরের রিপোর্ট তলব করেছেন।