বেআইনি অর্থ লগ্নি সংস্থা রোজ ভ্যালির আর্থিক কেলেঙ্কারির তদন্তে কলকাতা নাইট রাইডার্স বা কেকেআরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করা হয়েছে। তবে আইনজীবী শিবিরের বক্তব্য, এর ফলে নাইটদের খেলার উপরে তদন্তকারী সংস্থার এই পদক্ষেপের কোনও প্রভাব পড়বে না। খেলা যেমন চলছে, তেমনই চলবে।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সম্প্রতি কেকেআরের ব্যাঙ্ক আমানত বাজেয়াপ্ত করেছে। আইনজীবীদের মতে, রোজ ভ্যালির কাছ থেকে কেকেআর যে-টাকা পেয়েছিল, সেটা ফেরত পেলেই ইডি আপাতত সন্তুষ্ট। এই টাকা লেনদেনের মধ্যে কোনও অনিয়ম বা অপরাধ রয়েছে কি না, তা খতিয়ে দেখার কথা সিবিআইয়ের। যদিও সিবিআই আপাতত কেকেআর নিয়ে তেমন উৎসাহী নয় বলেই কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রের খবর।
ইডি সূত্রে জানা গিয়েছে, ২০১১ সালে কেকেআরের সঙ্গে চুক্তি হয় রোজ ভ্যালির। সেই চুক্তি অনুযায়ী কেকেআর-কে ১১.৮৭ কোটি টাকা দিয়েছিলেন রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু। তার বদলে ২০১২ এবং ২০১৩— এই দু’বছর ওই অর্থ লগ্নি সংস্থার লোগো ব্যবহার করেন কেকেআরের খেলোয়াড়েরা। গৌতম ২০১৪ সালে গ্রেফতার হওয়ার পরে তাঁদের পুরনো অ্যাকাউন্ট ঘেঁটে এই টাকার হদিস পায় ইডি।