স্প্যানিশ সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে বঙ্গসাহিত্যের স্থায়ী সেতু গড়ার লক্ষ্যে সেজে উঠবে কলকাতা বইমেলা। আজ দিল্লিতে স্পেনের রাষ্ট্রদূতের বাসভবনে সাংবাদিক বৈঠক করল পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় এবং সভাপতি সুধাংশুশেখর দে-র সঙ্গে উপস্থিত ছিলেন স্পেনের রাষ্ট্রদূত হোসে মারিয়া রিডাও ডমিনগুয়েজ।
বইমেলার ‘থিম দেশ’ স্পেন এ বার কলকাতায় আনছে সে দেশের প্রথম সারির ২৫ জন লেখককে। পাশাপাশি স্প্যানিশ চলচ্চিত্রের পৃথক উৎসবও হবে কলকাতায়, ২৯-৩১ জানুয়ারি। এই তিন দিনে মোট ছ’টি স্প্যানিশ সিনেমা দেখানো হবে, থাকবে লুই বুনুয়েলের সিনেমাও।
এ বার বইমেলায় খ্রিষ্টীয় সপ্তম শতকের গুপ্ত ব্রাহ্মী লিপি থেকে সংস্কৃত, আরবি, ফারসিতে লেখা প্রাচীন পুঁথির স্লাইড দেখাবে এশিয়াটিক সোসাইটি। মূল পাণ্ডুলিপি অবশ্য নিরাপত্তার কারণে মেলার মাঠে আনা হবে না।
২০০৬ সালে শেষ বার স্পেন বইমেলার ‘থিম দেশ’ হয়েছিল স্পেন। তখন কলকাতা ময়দানে বইমেলা হত। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্পেনের চুক্তিপত্র অনুযায়ী রবীন্দ্র সাহিত্যের পূর্ণাঙ্গ স্প্যানিশ অনুবাদ থাকছে বইমেলায়, স্পেনের প্যাভিলিয়নে।
এ বারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন বই প্রকাশিত হবে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, তাঁর ‘কবিতাবিতান’-এর ইংরেজি অনুবাদও প্রকাশিত হওয়ার কথা রয়েছে।