Advertisement
E-Paper

কালীপুজো এবং দীপাবলিতে শব্দবাজি ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কড়া নজরদারি, বৈঠক ডাকলেন পুলিশ কমিশনার

আগামী ১৫ অক্টোবর আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে শহরের সব কালীপুজো উদ্‌যাপন কমিটির প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা। চলতি মাসের ২০ তারিখে কালীপুজো, তাই তার ৫ দিন আগে এই বৈঠক হচ্ছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ১১:৫৯
১৫ অক্টোবর শহরের সব কালীপুজো উদ্‌যাপন কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা।

১৫ অক্টোবর শহরের সব কালীপুজো উদ্‌যাপন কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা। — ফাইল চিত্র।

দুর্গাপুজো নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার পর এ বার কালীপুজো ও দীপাবলিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে বিশেষ প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুলিশ। আগামী ১৫ অক্টোবর আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে শহরের সব কালীপুজো উদ্‌যাপন কমিটির প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। চলতি মাসের ২০ তারিখে কালীপুজো, তাই তার ৫ দিন আগে এই বৈঠক হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বৈঠকের মূল উদ্দেশ্য— উৎসবের দিনগুলিতে শহরে শব্দবাজি রুখতে কঠোর পদক্ষেপ, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে মাইক বাজানোর সময়সীমা নিয়ন্ত্রণ, দূষণ রোধ এবং প্রতিমা বিসর্জন সংক্রান্ত নিয়মাবলি প্রসঙ্গে পুজো কমিটিগুলিকে অবগত করা। কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই দীপাবলির রাতে শব্দদূষণ রোধে ৯০ ডেসিবেল সীমা বেঁধে দিয়েছে। সেই নির্দেশের বাস্তবায়ন নিয়েই আলোচনা হবে বৈঠকে।

বৈঠকে কলকাতার নামী কালীপুজো উদ্‌যাপন কমিটিগুলির দু’জন করে প্রতিনিধি উপস্থিত থাকবেন। পাশাপাশি কলকাতা পুরসভা, সিইএসসি, দমকল দফতর এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকেরাও বৈঠকে অংশ নেবেন। বিকেল চারটে থেকে শুরু হবে এই গুরুত্বপূর্ণ বৈঠক। কলকাতা পুলিশের এক শীর্ষ আধিকারিক বলেছেন, “কালীপুজো ও দীপাবলির সময় শহরে সবচেয়ে বেশি শব্দবাজি ফাটানো হয়। অনেক ক্ষেত্রেই নিষিদ্ধ শব্দবাজি ব্যবহার করা হয়। এ বছর তা একেবারেই সহ্য করা হবে না।” তিনি আরও বলেন, ‘‘এ বার পুলিশের নজরদারি থাকবে আরও কড়া। শহরের প্রতিটি থানাকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের নিজস্ব এলাকায় শব্দদূষণ রোধে সক্রিয় নজরদারি চালাতে।’’

পুলিশ কমিশনার মনোজ বর্মার নেতৃত্বে বৈঠকে কলকাতার সব থানার ওসি এবং পদস্থ আধিকারিকেরাও উপস্থিত থাকবেন। কমিশনার নিজে পুরো বিষয়টির অগ্রগতি তদারকি করবেন। উৎসবের দিনগুলিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, মোবাইল প্যাট্রল ভ্যান এবং ড্রোনের মাধ্যমে নজরদারি বাড়ানো হবে বলেও সূত্রের খবর। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, শব্দবাজি রুখতে এ বারের অভিযান হবে সম্পূর্ণ জ়িরো টলারেন্স নীতিতে। এ বারের কালীপুজো ও দীপাবলিতে তাই শহরে থাকবে পুলিশের কড়া নজর— উৎসবের আনন্দে যেন না পড়ে শব্দদূষণ ও বিশৃঙ্খলার ছায়া, সেই লক্ষ্যেই প্রস্তুতি তুঙ্গে লালবাজারে।

Kali Puja Diwali
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy