Advertisement
০৪ অক্টোবর ২০২৩

প্রথম স্থায়ী উপাচার্য পেল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রথম স্থায়ী উপাচার্য হচ্ছেন বোস ইনস্টিটিউটের গবেষক অনুরাধা লোহিয়া। সরকারি সূত্রে জানা গিয়েছে, শনিবার রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য এম কে নারায়ণন এই ব্যাপারে অনুরাধাদেবীর নাম অনুমোদন করেছেন। আগামিকাল সোমবার, রাজ্য সরকার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে পারে বলে উচ্চশিক্ষা দফতর সূত্রের খবর।

দক্ষিণ কলকাতায় নিজের বাড়িতে অনুরাধা লোহিয়া।—নিজস্ব চিত্র

দক্ষিণ কলকাতায় নিজের বাড়িতে অনুরাধা লোহিয়া।—নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৪ ০২:০৫
Share: Save:

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রথম স্থায়ী উপাচার্য হচ্ছেন বোস ইনস্টিটিউটের গবেষক অনুরাধা লোহিয়া। সরকারি সূত্রে জানা গিয়েছে, শনিবার রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য এম কে নারায়ণন এই ব্যাপারে অনুরাধাদেবীর নাম অনুমোদন করেছেন। আগামিকাল সোমবার, রাজ্য সরকার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে পারে বলে উচ্চশিক্ষা দফতর সূত্রের খবর।

মহিলা উপাচার্য পাওয়ার ব্যাপারে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এই নিয়ে হ্যাটট্রিক করল। ওই বিশ্ববিদ্যালয়ের প্রথম অস্থায়ী উপাচার্য ছিলেন অমিতা চট্টোপাধ্যায়। বর্তমানে কর্মরত আর এক অস্থায়ী উপাচার্য মালবিকা সরকার। আগামী ১৫ মে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। মালবিকাদেবী অবশ্য জানিয়েছেন, ১৩ মে তিনি ওই দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন। তার পরেই অনুরাধাদেবী প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রথম স্থায়ী উপাচার্যের দায়িত্ব নেবেন।

রাজ্য সরকারের গড়ে দেওয়া সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চ-এর ‘ডিস্টিংগুইশড প্রফেসর’ সব্যসাচী ভট্টাচার্যকে প্রথম স্থায়ী উপাচার্য হিসেবে বেছে নিয়েছিলেন আচার্য-রাজ্যপাল। রাজ্য সরকারও সেই অনুযায়ী বিজ্ঞপ্তি জারি করেছিল। কিন্তু সব্যসাচীবাবু রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে ওই দায়িত্ব নিতে তাঁর অনীহার কথা জানিয়ে আসেন।

সার্চ কমিটির তৈরি করে দেওয়া তালিকায় দ্বিতীয় স্থানে ছিল অনুরাধাদেবীর নাম। তিনি দায়িত্ব নিতে রাজি কি না, জানতে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। এ দিন অনুরাধাদেবী জানান, এই ব্যাপারে তিনি সম্মতি জানিয়েছেন। সেই সম্মতির সূত্র ধরেই শনিবার রাজ্যপাল অনুরাধাদেবীকে উপাচার্য করার বিষয়ে অনুমোদন দিয়েছেন বলে সরকারি সূত্রের খবর।

এ দিন তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে অনুরাধাদেবী বলেন, “এখনও অফার লেটার হাতে আসেনি। তবে মৌখিক ভাবে জানানো হয়েছে আমাকে। সোমবার বিকেল সাড়ে ৪টে নাগাদ রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাব।”

প্রেসিডেন্সি কলেজের শারীরবিদ্যার প্রাক্তনী অনুরাধাদেবী বোস ইনস্টিটিউটের জৈব-রসায়ন বিভাগের গবেষক এবং চেয়ারপার্সন। তিনি পরজীবী বিশেষজ্ঞ। কাজ করেছেন জৈব রসায়ন, ‘মলিকিউলার ও সেল বায়োলজি’ নিয়ে। তাঁর স্নাতকোত্তর পড়াশোনা কলকাতা বিশ্ববিদ্যালয়ে, পিএইচডি যাদবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল বায়োলজি থেকে। তাঁর ‘পোস্ট-ডক্টরাল’ গবেষণা নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার থেকে।

বোস ইনস্টিটিউটে তাঁর গবেষণাপত্র জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে সমাদৃত। পেয়েছেন রকফেলার ফাউন্ডেশন বায়োটেকনোলজি কেরিয়ার অ্যাওয়ার্ড। এ ছাড়া, অতিথি-বিজ্ঞানী হিসাবে কাজ করেছেন

হার্ভার্ড, বস্টন, স্ট্যানফোর্ড এবং ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়েও। ইন্ডিয়ান অ্যাকাডেমি অব সায়েন্সেস-এর ফেলো অনুরাধাদেবীর পাওয়া পুরস্কারের তালিকার মধ্যে রয়েছে ‘ইয়ং উওম্যান সায়েন্টিস্ট’ পুরস্কারও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE