বাঁশদ্রোণীতে এক প্রোমোটারকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার হল আরও এক অভিযুক্ত। ধৃতের নাম দেবাশিস দত্ত ওরফে বুবাই। সোমবার রাতে তাকে এনএসসি বসু রোডের গাছতলা অটোস্ট্যান্ড থেকে ধরে পুলিশ। এই নিয়ে ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ধরা পড়ল মোট পাঁচ জন। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতদের জেরা করে নিরঞ্জন পল্লির একটি পুকুর থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রটিও। উল্লেখ্য, এই ঘটনায় আর এক অভিযুক্ত সুব্রত রায় ওরফে ভাইকে পুলিশ গ্রেফতার করেছিল সোমবার দুপুরে, টালিগঞ্জ মেট্রো স্টেশনের কাছ থেকে। মঙ্গলবার সুব্রত এবং দেবাশিসকে আলিপুর আদালতে তোলা হয়। ওই ঘটনার পর পরই এলাকায় তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয়েছিল জনি গঙ্গোপাধ্যায়, মনা অধিকারী এবং সুখলাল নস্কর নামে তিন জনকে।