শিলিগুড়ির উত্তর শান্তিনগরে আত্মঘাতী এক বধূ। স্থানীয়দের অভিযোগ, স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকার কারণে চরম পদক্ষেপ করেছেন তিনি। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল। হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নামানো হয় র্যাফ।
স্থানীয়দের দাবি, মৃতা ঝর্ণা সরকারের স্বামী ভজন সরকারের এলাকার এক মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে৷ ওই বধূ বিষয়টি জানার পরেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁকে একটি হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার বধূর মৃত্যু হয়৷ এই ঘটনার পরেই উত্তপ্ত হয় পরিস্থিতি৷ এলাকার অন্যান্য বাসিন্দারা চড়াও হন ওই মহিলার বাড়িতে৷ সেখানে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ৷
ঘটনাস্থলে পৌঁছে আশিঘর ফাঁড়ির পুলিশকে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়৷ তার পরে সেখানে পৌঁছোন এসিপি পদমর্যাদার আধিকারিকেরা। নামানো হয় র্যাফ। অন্য দিকে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ভজনের সঙ্গে যাঁর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, তাঁকে এবং তাঁর পরিবারকে সুরক্ষার স্বার্থে অন্যত্র স্থানান্তরিত করে পুলিশ।
মৃত ঝর্না সরকারের জা নমিতা সরকার বলেন, ‘‘এই ঘটনার বিচার চাই৷ ঘটনা মেনে নিতে পারছি না৷’’ প্রতিবেশী নমিতা মণ্ডল বলেন, ‘‘অনেক দিন ধরেই এই সমস্যা চলছে৷ স্বামী-স্ত্রীর মধ্যে মাঝেমধ্যেই বচসা চলত। এই দম্পতির দু’টি কন্যা রয়েছে৷’’ ডিসিপি রাকেশ সিংহ বলেন, ‘‘এখনও পর্যন্ত দু’টি মামলা শুরু হয়েছে৷ যাঁদের বাড়ি ভাঙচুর হয়েছে, তাঁরা একটি মামলা করেছেন। অন্যদিকে পুলিশ নিজে মামলা রুজু করছে। গোটা ঘটনার তদন্ত চলছে৷’’