Advertisement
২৪ অক্টোবর ২০২৪

সোনার গয়না কেপমারি

পুলিশ জানায়, গিরিশ পার্ক থানা এলাকার সুধীর চ্যাটার্জি স্ট্রিটে সোমবার বিকেলে কেপমারির ওই ঘটনা ঘটে। মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের হয়।

গিরিশ পার্ক থানা এলাকার সুধীর চ্যাটার্জি স্ট্রিটে কেপমারির ঘটনা ঘটে। প্রতীকী ছবি।

গিরিশ পার্ক থানা এলাকার সুধীর চ্যাটার্জি স্ট্রিটে কেপমারির ঘটনা ঘটে। প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৯ ০১:২৩
Share: Save:

মালিকের নির্দেশ মতো সোনার গয়না পালিশ করিয়ে অন্য দোকান মালিকদের কাছে ফেরত দিতে যাচ্ছিলেন এক কর্মচারী। রাস্তায় পথ আটকাল লম্বা-চওড়া চেহারার দুই যুবক। নিজেদের ‘কোয়ালিটি কন্ট্রোল’ ইনস্পেক্টর পরিচয় দিয়ে রাস্তায় দাঁড়িয়েই ওই কর্মচারীর কাছে থাকা গয়না পরীক্ষা করতে শুরু করে তারা। ডেকে আনতে বলে দোকান মালিককে। ওই কর্মচারী দোকানে গিয়ে মালিককে না পেয়ে অন্য কর্মচারীদের সঙ্গে ফিরে এসে দেখেন, গয়না-সহ দুই যুবক উধাও।

পুলিশ জানায়, গিরিশ পার্ক থানা এলাকার সুধীর চ্যাটার্জি স্ট্রিটে সোমবার বিকেলে কেপমারির ওই ঘটনা ঘটে। মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের হয়।

প্রভাতকুমার ঢ্যাং নামে ওই দোকান মালিক পুলিশকে জানিয়েছেন, সোমবার দুপুরে স্থানীয় তিন সোনার দোকানের মালিক কিছু গয়না পালিশ করাতে তাঁর কাছে গিয়েছিলেন। প্রভাতবাবু তাঁর কর্মচারী তোতন দে-কে সেগুলি পালিশ করিয়ে ফেরত দিয়ে আসতে বলেন। তোতন বিকেল সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে গয়না পালিশ করিয়ে ফেরত দিতে যাচ্ছিলেন। সেই সময়েই তিনি ওই দুই যুবকের খপ্পরে পড়েন বলে পুলিশকে জানিয়েছেন তোতন।

তদম্তকারীরা জানান, সম্প্রতি প্রায় একই ধরনের দু’টি কেপমারি ঘটেছে শ্যামপুকুর থানা এলাকায়। পুলিশ প্রাথমিক তদন্তের পরে জানিয়েছে, গিরিশ পার্কের ঘটনার ক্ষেত্রে দুই দুষ্কৃতী কালো ও নীল রঙের মোটরবাইকে চড়ে কেপমারি করতে এসেছিল। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদের চিহ্নিত করার চেষ্টা হচ্ছে। অন্য দু’টি ঘটনার ক্ষেত্রে দুষ্কৃতীরা মোটরবাইক ব্যবহার করেনি বলে পুলিশ জানিয়েছে।

অন্য বিষয়গুলি:

Crime Girish Park
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE