একই দিনে ফের দুর্ঘটনায় দু’টি স্কুলবাস। শুক্রবার সকালে রুবি মোড়ের কাছে নরম মাটিতে চাকা বসে গিয়ে দুর্ঘটনা ঘটায় প্রথমটি। বিকেলে দ্বিতীয় হুগলি সেতুর উপরে হাওড়াগামী আর একটি স্কুলবাসের ইঞ্জিনে আচমকা আগুন লেগে যায়। পুলিশ জানায়, দুই ক্ষেত্রেই পড়ুয়ারা বাসে ছিল। তবে কোনও ঘটনাতেই কেউ আহত হয়নি। একটি বাসে যান্ত্রিক ত্রুটি এবং অন্যটিতে বাসচালকের গাফিলতিকেই দুর্ঘটনার কারণ বলে মনে করছে পুলিশ।
গত দু’তিন মাসে বারবারই দুর্ঘটনায় পড়েছে স্কুলবাস ও স্কুলগাড়ি। কখনও মারা গিয়েছেন চালক, কখনও আহত পড়ুয়া বা অভিভাবকেরা। বেশির ভাগ ক্ষেত্রে বাস বা গাড়ির চাকার বেহাল অবস্থাই দুর্ঘটনার মূল কারণ হিসেবে উঠে এসেছে। সরকার কড়া হতেই প্রতিবাদ জানিয়েছেন বাস ও গাড়ি-মালিকেরা। রাস্তায় নেমে বেহাল চাকার বিরুদ্ধে রাজ্য সরকার ব্যবস্থা নেওয়া শুরু করতেই এক দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল স্কুলবাস ও গাড়ি পরিষেবা। তার পরে ফের এ দিনের দু’টি দুর্ঘটনা।
পুলিশ সূত্রের খবর, এ দিন সকাল সাড়ে ন’টা নাগাদ ১২ জন পড়ুয়া নিয়ে প্রথম বাসটি একটি ইংরেজি মাধ্যম স্কুলে যাচ্ছিল। গড়িয়ার দিক থেকে রুবি মোড় ছাড়িয়ে সায়েন্স সিটির দিকে একটু এগিয়ে ইউ-টার্ন নিতে গিয়ে বাসের সামনের দু’টি চাকা রাস্তার ধারের কাদায় বসে যায়। আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে পড়ুয়ারা। ট্রাফিক পুলিশের সাহায্যে তাদের অন্য একটি গাড়িতে স্কুলে পাঠানো হয়।