একরত্তির ‘অস্বাভাবিক’ মৃত্যু শহরে! খেলতে খেলতে নিজেদেরই বাড়ির ডাইনিং টেবিল থেকে পড়ে গিয়েছিল দু’বছরের শিশুকন্যা। গুরুতর আহত অবস্থায় সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। পথেই মৃত্যু হয় তার।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ গিরিশ পার্কের মদন চ্যাটার্জি লেনের একটি আবাসনে ঘটনাটি ঘটে। খাওয়ার টেবিলের উপর বসে একমনে খেলছিল বিশাল সরফের একরত্তি মেয়ে প্রাণশী (১ বছর ১০ মাস)। আচমকা সকলের অলক্ষ্যে কোনও ভাবে টেবিল থেকে মাটিতে আছড়ে পড়ে সে।
আরও পড়ুন:
নিহত শিশুর পরিবার সূত্রে খবর, বিশালেরা থাকতেন বহুতল আবাসনের ন’তলায়। ফ্ল্যাটের বাইরের ঘরেই ডাইনিং টেবিলটি রাখা ছিল। তার উপর বসে খেলছিল প্রাণশী। খুদের মা-সহ পরিবারের অন্য সদস্যেরাও সে সময় বাড়িতেই ছিলেন। আচমকা কোনও ভাবে টেবিল থেকে পড়ে যায় মেয়ে। সঙ্গে সঙ্গে বাড়ির সদস্যেরা ছুটে আসেন। গুরুতর আহত অবস্থায় দ্রুত প্রাণশীকে উদ্ধার করে ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু লাভ হয়নি। সন্ধ্যা ৭টা নাগাদ সেখানে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনায় গিরিশ পার্ক থানায় ‘অস্বাভাবিক’ মৃত্যুর মামলা দায়ের হয়েছে। কী ভাবে ওই শিশুর মৃত্যু হল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করে এবং শিশুটির পরিজনদের সঙ্গে কথা বলে অস্বাভাবিক কিছু খুঁজে পায়নি পুলিশ। ময়নাতদন্ত রিপোর্ট প্রকাশ্যে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।