এক যুবকের সঙ্গে তাঁর যৌন কার্যকলাপের ভিডিয়ো তাদের কাছে রয়েছে। টাকা না দিলে ছড়িয়ে দেওয়া হবে সেই ভিডিয়ো। এমনই হুমকি দিয়ে এক যুবকের কাছ থেকে প্রায় ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। অভিযোগকারী ব্যক্তিকে মারধর করা হয় বলেও অভিযোগ। এই ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে জোড়াসাঁকো থানার পুলিশ। ধৃতদের নাম মহম্মদ আলি হোসেন, মহম্মদ তালহা এবং আব্দুল সামাদ। রবিবার কলকাতার মুখ্য় বিচারবিভাগীয় বিচারকের আদালত ধৃতদের ১০ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে।
আদালত সূত্রের খবর, শনিবার বিকেলে রাস্তায় এক ব্যক্তি অভিযোগকারীর সঙ্গে আলাপ জমায়। নিজের মোবাইল খারাপ হয়ে যাওয়ার কথা বলে সে অভিযোগকারীর মোবাইলটি ফোন করার জন্য চায়। মোবাইলটি তাকে দেনঅভিযোগকারী ব্যক্তি। এর পরেই তাঁর টাকার ব্যাগ হাতিয়ে নিয়েঅভিযুক্ত ছুটে পালাতে থাকে বলে অভিযোগ। তাকে তাড়া করেন অভিযোগকারী। কিছু দূর যাওয়ার পরে আরও দু’জন চলে আসে। তিন জনে মিলে ওই যুবককে মারধর করে বলে অভিযোগ।
অভিযোগকারীকে তারা জানায়, তাঁর সঙ্গে অন্য ব্যক্তির ভিডিয়ো তাদের কাছে রয়েছে। টাকা না দিলে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ভয় পেয়ে অভিযোগকারী যুবক অনলাইনে ২০ হাজার টাকা অভিযুক্তদের দেন। পরে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে শনিবার জোড়াসাঁকো থানা এলাকা থেকে তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)