পুজোর দু’দিন আগে থেকেই ভিড় বাড়ছিল। মণ্ডপে মণ্ডপে উপচে পড়েছিল ভিড়। সেই সুযোগকে কাজে লাগিয়ে ঘটছিল মোবাইল ফোন বা মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনা। দমদম পার্ক এলাকায় পুলিশ বুথে এমন অভিযোগ পেয়ে বিশেষ অভিযান চালিয়েছিল লেক টাউন থানা এবং বিধাননগর কমিশনারেটের পুলিশ। তাতেই ওই এলাকায় পুজোর ভিড় থেকে চার মহিলাকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম পুনম বৈদ, ঋতু বৈদ, সুকুরমণি বৈদ, বৃষ্টি বৈদ। তাদের কাছ থেকে দু’টি মোবাইল, টাকা, গয়না উদ্ধার হয়েছে।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ নিশ্চিত, আসানসোল এলাকার একটি মহিলাদের দল পুজোর ভিড়ে দর্শনার্থী সেজে মিশে গিয়েছিল। অসতর্কতার সুযোগ নিয়ে ওই সব ঘটনা ঘটিয়েছে তারা। তবে শুধু বিধাননগরেই নয়, ওই দলের সদস্যেরা ছড়িয়ে পড়েছিল কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপেও।
পুলিশ সূত্রের খবর, অষ্টমীর দিন দমদম পার্কের পুলিশ বুথে কয়েকটি চুরি, ছিনতাইয়ের অভিযোগ আসে। পুলিশ নিশ্চিত হয়, এর পিছনে কোনও চক্র সক্রিয় আছে। দ্রুত অভিযান শুরু করে তারা। সিসি ক্যামেরার নজরদারি ছাড়াও সাদা পোশাকে ভিড়ে নজরদারি বাড়ানো হয়। তাতেই ধরা পড়ে চার মহিলা। চক্রের বাকি সদস্যদের বিষয়ে তথ্য জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
অন্য দিকে, এ বার যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণেও বিশেষ জোর দেওয়া হয়েছিল। বিধাননগর কমিশনারেটের এক কর্তা জানান, মহালয়া থেকে দশমী পর্যন্ত ট্র্যাফিক নিয়ম ভাঙার অভিযোগে প্রায় ছ’হাজারটি ক্ষেত্রে পদক্ষেপ করা হয়েছে। ৫০ লক্ষ টাকার মতো জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি চুরি, ছিনতাই-সহ বিভিন্ন অপরাধে ৪৮৩টি পদক্ষেপ করা হয়েছে। এর মধ্যে ৮৬৫ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্দিষ্ট ভাবে ৬৫টি ঘটনায় মামলা রুজু হয়েছে। ৬টি মোবাইল, ৬০ গ্রাম সোনা, ২০৮ প্যাকেট সিগারেট ও ১৩ হাজার ৮০০ টাকা বাজেয়াপ্ত হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)