দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
বিধানসভা নির্বাচনের আগে শেষ বাণিজ্য সম্মেলন হচ্ছে রাজ্যে। আজ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত হবে এই বাণিজ্য সম্মেলন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে হবে এই কর্মসূচি। দেশ-বিদেশের শিল্পপতি, বণিকমহলের প্রতিনিধিরা হাজির থাকবেন। এক দিনের এই বাণিজ্য সম্মেলন।
বড়দিনের উৎসবের সূচনা এ বার অনেক আগেই হচ্ছে। আজ পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে বড়দিনের উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড়দিনের উৎসব শুরুর সপ্তাহখানেক বাকি থাকলেও সরকারি ভাবে উৎসবের সূচনা হচ্ছে।
যুবভারতীকাণ্ডের তদন্তে ইতিমধ্যে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অনুসন্ধান কমিটি গড়ে দিয়েছিলেন, সেই কমিটির সুপারিশেই সিট গঠিত হয়েছে। বুধবার যুবভারতীতে গিয়েছে ফরেন্সিক দলও। স্টেডিয়াম ঘুরে পড়ে থাকা জলের বোতল-সহ বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে তারা। স্টেডিয়ামের ভাঙা জায়গা এবং একাধিক অংশের ছবি তুলেছেন ফরেন্সিক দলের সদস্যেরা। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।
খেলার কথাই ছিল না উসমান খোওয়াজার। স্টিভ স্মিথ হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় শেষ মুহূর্তে দলে ঢোকেন তিনি। অ্যাশেজ়ের তৃতীয় টেস্টে সেই খোওয়াজাই প্রথমে বাঁচালেন অস্ট্রেলিয়াকে। এবং পরে অবশ্যই শতরানকারী অ্যালেক্স ক্যারে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া ৮ উইকেটে ৩২৬ রান তুলেছে। আজ দ্বিতীয় দিনের খেলা ভোর ৫টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই। রাতে ও সকালের দিকে শীতের আমেজ থাকলেও বেলা বাড়লে তাপমাত্রা বাড়বে। কোনও কোনও জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের ফয়সালা কাল শুক্রবার। সিরিজ়ের ফল এখন ভারতের পক্ষে ২-১। বুধবার লখনউয়ে চতুর্থ ম্যাচ কুয়াশার কারণে ভেস্তে গিয়েছে। কটকে প্রথম ম্যাচে জেতার পর নিউ চণ্ডীগড়ে দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছিল সূর্যকুমার যাদবের দলকে। এর পর ধর্মশালায় তৃতীয় ম্যাচে জিতেছিল ভারত। শুক্রবার ভারত জিতলে সিরিজ় জিতে যাবে। হেরে গেলে সিরিজ় অমীমাংসিত থাকবে। তাই শুক্রবার ‘ফাইনাল’। ভারতীয় দলের সব খবর।
মঙ্গলবার খসড়া তালিকা প্রকাশ হয়েছে। যাঁরা এনুমারেশন ফর্ম পূরণ করেছেন, তাঁদের প্রায় সকলেরই নাম থাকার কথা খসড়া তালিকায়। কিন্তু বিভিন্ন জেলায় ভুলত্রুটির অভিযোগ উঠে আসতে শুরু করেছে। অভিযোগ, কোথাও জীবিত ভোটার ‘মৃত’ হয়ে গিয়েছেন কমিশনের খাতায়, আবার কোথাও দেখানো হয়েছে ‘নিখোঁজ’ হিসাবে। এই সংক্রান্ত খবর এবং কমিশনের পদক্ষেপের দিকে নজর থাকবে আজ।
আজ কলকাতা পুরসভায় বসছে মাসিক অধিবেশন। এই অধিবেশনে কাউন্সিলরদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন মেয়র ফিরহাদ হাকিম এবং মেয়র পারিষদেরা। সম্প্রতি রাজ্যের ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তার পরে আজ পুরসভার অধিবেশনে কী কী বিষয় উঠে আসে, সে দিকে নজর থাকবে।