বিধাননগর পূর্ব থানা এলাকার এ কে-এ জে ব্লকের সংযোগকারী চার রাস্তার মোড়ে গত বুধবার গাড়ির ধাক্কার অভিঘাতে জীবন্ত ঝলসে মৃত্যু হয়েছিল এক অ্যাপ-বাইক চালকের। ওই ঘটনা ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। পুলিশ ও দমকল এলে সাধারণ মানুষের রোষ গিয়ে পড়ে তাদের উপরে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার রাতে কেষ্টপুরের সিদ্ধার্থ কলোনি এবং সংলগ্ন এলাকা থেকে পাঁচ জনকে গ্রেফতার করেছে বাগুইআটি এবং বিধাননগর পূর্ব থানার পুলিশ। ধৃতদের নাম সুরজিৎ সরকার, সায়ন ঘোষ, আকাশ দাস, মিঠুন হালদার ও রাহুল সরকার। তাঁদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট করা, সরকারি কর্মীদের কাজে বাধা দান, মারধর-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ওই গোলমালে দেড়শোরও বেশি লোক জড়িত ছিলেন বলে জানিয়েছেন বিধাননগরের উপ-নগরপাল অনীশ সরকার।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)