Advertisement
০৪ মে ২০২৪
Jadavpur

যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ঝিলে প্রাক্তন ছাত্রের দেহ! কী ভাবে মৃত্যু, জানতে তদন্ত শুরু

নিহত যুবকের বয়স ২৫। বাড়ি পর্ণশ্রী থানা এলাকায়। মৃত ছাত্রের নাম মহম্মদ আসিফ মণ্ডল। যাদবপুরের স্থাপত্য বিভাগের প্রাক্তন ছাত্র সে।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৩ ২০:১৬
Share: Save:

যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ঝিল থেকে উদ্ধার হল এক প্রাক্তন ছাত্রের মৃতদেহ।

নিহত যুবকের নাম মহম্মদ আসিফ মণ্ডল। বয়স ২৫ বছর। বেহালার পর্ণশ্রী এলাকার বাসিন্দা আসিফ যাদবপুরের স্থাপত্য বিভাগের ছাত্র ছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, বুধবার দুপুর ৩টে ৫০মিনিট নাগাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে জলে ডোবার খবর পেয়ে, ঘটনাস্থলে পৌঁছেছিল যাদবপুর থানার পুলিশ। ঝিলের জলে ডুবুরি নামিয়ে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় আসিফের অচেতন দেহ।

বুধবার এর পরই আসিফের অচেতন দেহ পুলিশের অ্যম্বুল্যান্সে দ্রুত নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা জানান আগেই মৃত্যু হয়েছে ওই যুবকের।

পুলিশসূত্রে খবর, দিনের আলোয় প্রকাশ্যে কী করে এমন দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় চত্বরের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। তবে আপাতত ওই যুবকের শরীরে কোনও আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়নি।

দুর্ঘটনা প্রসঙ্গে যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। যেহেতু এটা আইন-শৃঙ্খলার বিষয়, তাই পুলিশ গোটাটা দেখছে। তবে আমরাও ঘটনাটি খতিয়ে দেখব। দোলের দিন বিশ্ববিদ্যালয়ে ছুটি থাকলেও ক্যাম্পাসে যেহেতু ছাত্রাবাস রয়েছে এবং শিক্ষক-অশিক্ষক কর্মী আবাসিকরাও থাকেন, ফলে ক্যাম্পাসের মূল ফটক বন্ধ রাখা যায় না। এটা স্কুল হলে সম্পূর্ণ ভাবে বন্ধ রাখা যেত ক্যাম্পাস। তবে বিশ্ববিদ্যালয় হওয়ায় কোনও ভাবেই কারও প্রবেশ আটকানো সম্ভব নয়। অতীতেও ছাত্র ছাত্রীরা ক্যাম্পাসের মধ্যেই দোল খেলেছেন। তবে এই ধরনের ঘটনা কখনও ঘটেনি। দোলের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছিল ক্যাম্পাসে। তবে তাদের নজর এড়িয়ে কী ভাবে এ রকম দুর্ভাগ্যজনক ঘটনা ঘটল, তা আমরা খতিয়ে দেখব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jadavpur university
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE