Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বিধি উড়িয়ে রাত পর্যন্ত চলল জলসা

সূত্রের খবর, রবিবার বিধাননগরের ৩৪ ওয়ার্ডের এইচবি ব্লকের পার্কে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল। রাত ১০টার পরেও ওই অনুষ্ঠান চলে বলে অভিযোগ।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৯ ০১:৫৯
Share: Save:

শব্দবিধির তোয়াক্কা না করেই ডিজে নিয়ে জলসা চালানোর অভিযোগ উঠল শাসক দলের এক কাউন্সিলরের আয়োজিত বিজয়া সম্মিলনীতে। এমনকি, নির্ধারিত সময়ের পরেও তারস্বরে গান বেজেছে বলে এলাকার বাসিন্দাদের অভিযোগ।

সূত্রের খবর, রবিবার বিধাননগরের ৩৪ ওয়ার্ডের এইচবি ব্লকের পার্কে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল। রাত ১০টার পরেও ওই অনুষ্ঠান চলে বলে অভিযোগ। রাত সওয়া ১০টা নাগাদ স্থানীয় একজনকে ফোন করা হলে সেই অভিযোগের প্রমাণ মেলে। ওই পার্কের কাছেই রয়েছে কয়েকটি বেসরকারি হাসপাতাল। ওই বিজয়া সম্মিলনীর আয়োজক, বিধাননগরের মেয়র পরিষদের সদস্য দেবাশিস জানাকে এ নিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। এসএমএসের জবাবও দেননি।

রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সূত্রের খবর, এ দিন রাত ৯টার সময়ে স্থানীয় বাসিন্দাদের তরফে ফোন করে ডিজে বাজানোর অভিযোগ জানানো হয়। পর্ষদের তরফে তা রাজ্য পুলিশকে জানানো হলেও তারা কোনও ব্যবস্থাই নেয়নি বলে অভিযোগ উঠেছে। পুলিশের তরফে অবশ্য জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের পরে মাইক বাজানোর কোনও তাদের কাছে খবর নেই। এ নিয়ে খোঁজ নিয়ে দেখা হবে।

এ দিন‌ই দত্তাবাদে বালির মাঠে স্থানীয় তৃণমূল কাউন্সিলর নির্মল দত্তের আয়োজিত বিজয়া সম্মিলনী অনুষ্ঠান অবশ্য রাত ৮টার মধ্যে শেষ হয়েছে বলে দাবি। নির্মলবাবুর প্রশ্ন, ‘‘দত্তাবাদে ৮টার মধ্যে অনুষ্ঠান শেষ করতে পারলে এইচবি ব্লকে কেন হবে না?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Councilor Bidhannagar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE