Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Death

বাসের ধাক্কায় মৃত সাইকেল আরোহী

যদিও স্থানীয়দের অভিযোগ, সাইকেল নিয়ে যাওয়ার সময়ে পিছন থেকে বাসের ধাক্কাতেই আহত হন ওই সাইকেল আরোহী।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ মার্চ ২০২০ ০১:১১
Share: Save:

ভিআইপি রোডে কৈখালিতে দু’টি বাসের মাঝে পড়ে দুর্ঘটনায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। বৃহস্পতিবার সকালের ঘটনা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম বিকাশ দেবনাথ (৪৭)। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দু’টি বাসের রেষারেষির জেরে ওই যুবক দুর্ঘটনার কবলে পড়েন। তবে পুলিশের দাবি, দু’টি বাসের মধ্যে দিয়ে সাইকেল নিয়ে বেরোতে গিয়েছিলেন বিকাশ। তার জেরেই বাসের সঙ্গে তাঁর ধাক্কা লাগে।

পুলিশ জানায়, এ দিন সকাল পৌনে দশটা নাগাদ কৈখালির কাছে দু’টি বেসরকারি রুটের বাস দাঁড়িয়ে ছিল। তার পিছনেই মধ্যমগ্রামের বাসিন্দা বিকাশ সাইকেল চালিয়ে বাগুইআটির দিকে যাচ্ছিলেন। দু’টি বাস দাঁড়িয়ে ছিল বলে তিনি তাদের মাঝখান দিয়ে সাইকেল নিয়ে যেতে যান। তখনই একটি বাস ছেড়ে দিলে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান বিকাশ। বাসের পিছনের চাকায় আঘাত লাগে তাঁর। দ্রুত তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

যদিও স্থানীয়দের অভিযোগ, সাইকেল নিয়ে যাওয়ার সময়ে পিছন থেকে বাসের ধাক্কাতেই আহত হন ওই সাইকেল আরোহী। অভিযোগকারীদের দাবি, পুলিশের কথা ঠিক হলেও বাসচালকের খেয়াল রাখা উচিত ছিল পিছনে কোনও গাড়ি এগিয়ে আসছে কি না। বাসচালকের গাফিলতি ছিল বলেই অভিযোগ স্থানীয়দের। পুলিশ জানায়, দুর্ঘটনার পরে ২১৭ নম্বর রুটের একটি বাস এবং সেটির চালককে আটক করা হয়েছে। অন্য বাসটির খোঁজ চলছে।

যদিও ভিআইপি রোডে দ্রুত গতির গাড়ির পাশাপাশি কম গতির গাড়ি যেমন, সাইকেল, অটো, ভ্যানও চলে বলে দাবি বাসিন্দাদের। তাঁদের কথায়, কম গতির গাড়ির চালকদের ক্ষেত্রেও ট্র্যাফিক আইন না-মানার প্রবণতা রয়েছে। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে পদক্ষেপ করবে বলে জানিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Death Accident Kaikhali
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE