Advertisement
E-Paper

সেলফির নামে বিদ্যাকে জড়িয়ে ধরল ‘ভক্ত’

দমদম বিমানবন্দরে বিদ্যা বালনের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠল। সম্প্রতি আসন্ন ছবি ‘বেগম জান’-এর প্রচারে কলকাতায় এসেছিলেন নায়িকা। সে সময় বিমানবন্দরে তাঁর সঙ্গে এক অনুরাগী সেলফি তুলতে চান। তাতে রাজিও হন বিদ্যা। এ পর্যন্ত সব ঠিকই ছিল।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৭ ১৬:১৯

দমদম বিমানবন্দরে বিদ্যা বালনের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠল। সম্প্রতি আসন্ন ছবি ‘বেগম জান’-এর প্রচারে কলকাতায় এসেছিলেন নায়িকা। সে সময় বিমানবন্দরে তাঁর সঙ্গে এক অনুরাগী সেলফি তুলতে চান। তাতে রাজিও হন বিদ্যা। এ পর্যন্ত সব ঠিকই ছিল। ইন্ডিয়া টুডের খবর, এর পর সেলফি তোলার সময় ওই ব্যক্তি বিদ্যাকে হঠাত্ই জড়িয়ে ধরেন। বিদ্যা সঙ্গে সঙ্গে বলেন, ‘‘এটা করবেন না।’’ ওই ব্যক্তি প্রথমে হাত সরিয়ে নিলেও পরে ফের ক্যামেরা অন করে একই আচরণ করেন। বিদ্যা এ বার রীতিমতো রেগে যান। বলেন, ‘‘আপনি জানেন কী করছেন?’’ এর পরও ওই ব্যক্তি সেলফি তোলার অনুরোধ জানালে বিদ্যা বলে ওঠেন, ‘‘অসম্ভব। আগে ঠিক করে ব্যবহার করতে শিখুন।’’

আরও পড়ুন,যৌনতাকে উপভোগ করলেই কোনও মহিলা যৌনকর্মী নন’

সংবাদমাধ্যমকে বিদ্যা বলেন, ‘‘যখন কোনও অচেনা মানুষ আপনার গায়ে হাত দেন তিনি পুরুষ হোন অথবা মহিলা, অস্বস্তি তো হবেই। কারণ তিনি আমরা ব্যক্তিগত জায়গায় ঢুকে পড়ছেন। আমরা পাবলিক ফিগার, পাবলিক প্রপার্টি তো নই।’’

Vidya Balan Kolkata airport Begum Jaan Srijit Mukherji
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy