Advertisement
E-Paper

‘দুঃসময়’ কাটছে না মেট্রোর! দক্ষিণেশ্বর স্টেশনে দু’দল ছাত্রের মধ্যে বচসার জেরে সহপাঠীর ছুরির আঘাতে মৃত নাবালক

খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে ফেলে তদন্ত শুরু করেছে তারা। কারা এই কাণ্ড ঘটালেন, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে খবর, মেট্রো স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০১
A man was accused of attack his friend inside Dakshineswar Metro station

দক্ষিণেশ্বর স্টেশনে ঘটনাস্থলে পুলিশ। —নিজস্ব চিত্র।

দিনেদুপুরে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে রক্তারক্তি কাণ্ড। দু’দল ছাত্রের মধ্যে বচসা গড়াল হাতাহাতিতে। সেই ঝামেলার মধ্যেই এক ছাত্রকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠল তারই বন্ধুর বিরুদ্ধে। আহত ওই ছাত্রকে তড়িঘড়ি বরাহনগর স্টেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে খবর।

জানা গিয়েছে, শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের কথায়, ‘‘মেট্রো করেই ওই ছাত্রের দল দক্ষিণেশ্বর আসে। স্টেশন থেকে বার হওয়ার আগে তাদের মধ্যে কোনও কারণে ঝামেলা শুরু হয়। তর্কাতর্কি থেকে হাতাহাতি বাধে। ঝামেলার মধ্যেই এক জন ছুরি বার করে অন্য এক জনের উপর হামলা করে। সঙ্গে সঙ্গে রক্ত ছড়িয়ে পড়ে চারপাশে।’’

খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে ফেলে তদন্ত শুরু করেছে তারা। কারা এই কাণ্ড ঘটালেন, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে খবর, মেট্রো স্টেশনের সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সেই ফুটেজ থেকে ওই তরুণদের সম্পর্কে জানার চেষ্টা চলছে। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়, স্টেশনের ‘নন-টিকিটিং’ (স্টেশনের যে এলাকা টিকিটের আওতার বাইরে) এলাকায় রক্তের দাগ দেখা যায়। ঘটনা নজরে আসতেই খবর দেওয়া হয়েছে পুলিশকে। তবে কলকাতা মেট্রোর ইতিহাসে আগে কখনও এমন ঘটনা ঘটেছে কি না, তা মনে করতে পারছেন না অনেকে।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। প্রশ্ন উঠছে মেট্রোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। কী ভাবে ব্যাগে ছুরি নিয়ে মেট্রোতে উঠল? কেন ওই ছাত্রের ব্যাগ মেট্রো স্টেশনে ঢোকার আগে পরীক্ষা করা হল না? প্রশ্ন তুলছেন যাত্রীরা।

মাস খানেক আগে ধর্মতলা এবং পার্ক স্ট্রিটের মধ্যে মেট্রোরেলের সুড়ঙ্গের মধ্যে এক যুবকের দগ্ধ দেহ উদ্ধার হয়েছিল। কী ভাবে ওই যুবক রাতে সকলের নজরে আড়ালে সুড়ঙ্গের মধ্যে পৌঁছোছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে এ বার মেট্রো স্টেশনে প্রকাশ্যে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ প্রকাশ্যে এল।

Kolkata Metro Murder Case
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy