Advertisement
E-Paper

করের খবর নিতে

উত্তরপ্রদেশ বোর্ড ফর ডেভেলপমেন্ট অব মিউনিসিপ্যাল ফিনান্সিয়াল রিসোর্সেস’-এর চেয়ারম্যান রাকেশ গর্গের নেতৃত্বে চার সদস্যের এক প্রতিনিধি দল বুধবার এবং বৃহস্পতিবার উত্তরপাড়া, কামারহাটি এবং দক্ষিণ দমদম পুরসভায় কর মূল্যায়নের প্রক্রিয়া হাতেকলমে দেখেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুন ২০১৭ ০১:৩৮
ছবি: পিক্সঅ্যাবে।

ছবি: পিক্সঅ্যাবে।

দেশের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গেই বৈজ্ঞানিকভাবে কর মূল্যায়নের কাজ হচ্ছে। নিজেদের রাজ্যে সেই মডেল চালু করতে তিনটি পুরসভায় সম্পত্তি কর প্রক্রিয়া সরেজমিন দেখে গেলেন বিজেপি শাসিত উত্তরপ্রদেশ পুর প্রশাসনের একটি প্রতিনিধি দল।

‘উত্তরপ্রদেশ বোর্ড ফর ডেভেলপমেন্ট অব মিউনিসিপ্যাল ফিনান্সিয়াল রিসোর্সেস’-এর চেয়ারম্যান রাকেশ গর্গের নেতৃত্বে চার সদস্যের এক প্রতিনিধি দল বুধবার এবং বৃহস্পতিবার উত্তরপাড়া, কামারহাটি এবং দক্ষিণ দমদম পুরসভায় কর মূল্যায়নের
প্রক্রিয়া হাতেকলমে দেখেন। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ দমদম পুরসভার এক শীর্ষ কর্তার সঙ্গে তাঁরা এই প্রক্রিয়া প্রসঙ্গে আলোচনাও করেন। রাজ্য মূল্যায়ন পর্ষদ ও পুরসভার কর্মীরা তাঁদের সেই কাজ হাতেকলমে দেখিয়ে দেন।

রাকেশ গর্গ জানান, ত্রয়োদশতম ফিনান্স কমিশনের রিপোর্টের সূত্রে পশ্চিমবঙ্গের কর মূল্যায়ন প্রক্রিয়া সম্পর্কে উৎসাহী হয় উত্তরপ্রদেশ পুর প্রশাসন। সারা দেশে একমাত্র এ রাজ্যেই এই মডেল মেনে কাজ হয়। যা প্রশংসাযোগ্য। তিনি বলেন, ‘‘রাজ্যে বৈজ্ঞানিক প্রক্রিয়ায় কর মূল্যায়নের কাজ চলছে। সেই মডেল আমাদের রাজ্যে চালু করতে সময় লাগবে।’’

দক্ষিণ দমদম পুরসভার এক শীর্ষ কর্তা জানান, উত্তরপ্রদেশ থেকে প্রতিনিধি দল কর মূল্যায়ন প্রক্রিয়া দেখে গেলেন। আশা করা যায় আগামী দিনে সারা দেশ সেই মডেলকে অনুসরণ করেই চলবে।

Tax assessment Scientific tax assessment West Bengal UP বৈজ্ঞানিক কর মূল্যায়ন উত্তরপ্রদেশ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy