স্বল্প মেয়াদে গবেষণার কাজের জন্য কর্মী খুঁজছে যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)। বিজ্ঞান বিষয়ে পিএইচডি যোগ্যতাসম্পন্নেরাই আবেদন করতে পারবেন। আগ্রহীদের আবেদন জানাতে হবে অনলাইনে।
প্রতিষ্ঠানের স্কুল অফ মেটিরিয়ালস সায়েন্সেস-এর জন্য এই নিয়োগ। সেখানে মেটিরিয়ালস কেমিস্ট্রি বা বস্তু রসায়ন নিয়ে গবেষণামূলক কাজ হবে। প্রকল্পের জন্য একজন রিসার্চ অ্যাসোসিয়েট বা গবেষণা সহযোগী নিয়োগ করা হবে। তাঁর কাজের মেয়াদ থাকবে প্রথমে এক বছর। তবে প্রয়োজনে এই মেয়াদ আরও এক বছর বাড়ানো হতে পারে। নিযুক্তের সাম্মানিক হবে প্রতিষ্ঠানের নির্ধারিত নিয়ম মেনেই।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৩৮ বছরের মধ্যে হতে হবে। আবেদন জানাতে প্রার্থীদের রসায়নে পিএইচডি থাকতে হবে। প্রয়োজন তিন বছরের পোস্ট ডক্টরাল কাজের অভিজ্ঞতা। এ ছাড়াও অন্য মাপকাঠির কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে জীবনপঞ্জি-সহ বাকি নথি পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ৩ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পর প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, গবেষণার কাজের অভিজ্ঞতা এবং অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে মেধা যাচাই করে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।