রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মখালি। রাজ্যে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে চাকরির সুযোগ রয়েছে। সংস্থায় একটি বিভাগে অভিজ্ঞ পেশাদার প্রয়োজন। কাজ করতে হবে চুক্তির ভিত্তিতে। এমনটা জানিয়ে সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সংস্থার কমার্শিয়াল শিপবিল্ডিং বিভাগে এক্সপার্ট বা স্পেশালিস্ট নিয়োগ করা হবে। শূন্যপদ একটি। তাঁকে সংস্থার নানা কাজের জন্য বিশেষজ্ঞ হিসাবে মতামত দিতে হবে। সংস্থার নির্ধারিত নিয়ম মেনে নিযুক্তকে মাসিক পারিশ্রমিক দেওয়া হবে।
আরও পড়ুন:
চাকরিপ্রার্থীদের সিভিল, মেকানিক্যাল, নেভাল, আর্কিটেকচার, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক যোগ্যতা থাকতে হবে। উত্তীর্ণ হতে হবে এএমআইই পরীক্ষায়। প্রয়োজন ন্যূনতম ২২ বছরের পেশাগত অভিজ্ঞতাও। তাঁদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা স্থির করা হয়েছে ৬৫ বছর, যা শর্তসাপেক্ষে বাড়িয়ে ৬৯ বছর পর্যন্ত করা হতে পারে।
প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে গিয়েই সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিতরা বাদে বাকিদের আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ৫৯০ টাকা। আগামী ৩১ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে প্রার্থীদের মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।