মঙ্গলবার রাতে প্রকাশ করা হয়েছে আইনের স্নাতক এবং স্নাতকোত্তরে ভর্তির প্রবেশিকা কমন ল অ্যাডমিশন টেস্টের (ক্ল্যাট) ফল। প্রকাশ করা হয়েছে ভর্তির কাউন্সেলিং সূচিও। জানানো হয়েছে, বুধবার সন্ধে ৬টা থেকে শুরু হবে কাউন্সেলিং প্রক্রিয়া। কাউন্সেলিং শুরু হলে পরীক্ষার্থীদের ফোন এবং ই-মেল আইডিতেও তা জানিয়ে দেওয়া হবে।
প্রতি বছরের মতোই চলতি বছরে ক্ল্যাট-এর ইউজি (আন্ডার গ্র্যাজুয়েশন) এবং পিজি-তে (পোস্ট গ্র্যাজুয়েশন) ভর্তির প্রবেশিকা আয়োজন করেছিল কনসর্টিয়াম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটি (সিএনএলইউ)। পরীক্ষা হয়েছিল গত ৭ ডিসেম্বর। জাতীয় স্তরের এই প্রবেশিকার আয়োজন করা হয়েছিল দেশের বাছাই করা ১২৬টি পরীক্ষাকেন্দ্রে। পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিলেন ৯২,৩৪৪ জন। এর মধ্যে ৮৮,৬৫৭ জন পরীক্ষা দিয়েছিলেন। চলতি বছরে বেড়েছে পরীক্ষার ‘কাট অফ নম্বর’। গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলের পরীক্ষার্থীদের ফল ভাল।
প্রকাশিত সূচি অনুযায়ী, মোট পাঁচটি রাউন্ডে কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হবে। কাউন্সেলিংয়ে বরাদ্দ আসন ‘ফ্রিজ’, ‘ফ্লোট’ বা ‘এক্সিট’ করার সুযোগ পাবেন তাঁরা।
আরও পড়ুন:
-
ইগনু-র তরফে দূর এবং মুক্ত শিক্ষা মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ, শুরু আবেদন গ্রহণ প্রক্রিয়া
-
রাজ্যের ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে ৮১ জন কর্মীর খোঁজ, কী ভাবে আবেদন করা যাবে?
-
ফিজ়িয়োথেরাপিস্ট-এর চাহিদা বাড়ছে! পেশা হিসাবে বেছে নিতে চাইলে তৈরি হতে হবে কী ভাবে?
-
ফুটঅয়্যার ডিজ়াইন অ্যান্ড ডেভেলপমেন্ট স্নাতকে ভর্তির প্রবেশিকা কবে! প্রকাশিত দিনক্ষণ
পরীক্ষায় উত্তীর্ণরা consortiumofnlus.ac.in ওয়েবসাইটে গিয়ে তাঁদের নাম নথিভুক্ত করে পছন্দের কলেজ বেছে নিতে পারবেন। আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে। কাউন্সেলিংয়ে যোগদানের জন্য রেজিস্ট্রেশন ফি বাবদ সংরক্ষিতদের ২০,০০০ টাকা এবং অসংরক্ষিতদের ৩০,০০০ টাকা জমা দিতে হবে।
প্রথম রাউন্ডের কাউন্সেলিং শুরু হবে আগামী বছরের ৭ জানুয়ারি থেকে। বরাদ্দ আসন ‘ফ্রিজ’ বা ‘ফ্লোট’ করার জন্য টাকা জমা দিতে হবে ১৫ জানুয়ারির মধ্যে। এর পর দ্বিতীয় রাউন্ডের কাউন্সেলিং ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৯ জানুয়ারি পর্যন্ত চলবে। তৃতীয় রাউন্ডের কাউন্সেলিং শুরু হবে ৫ ফেব্রুয়ারি থেকে। শেষ হবে ১২ ফেব্রুয়ারি। এর পর চতুর্থ রাউন্ডের কাউন্সেলিং ২ থেকে ৮ মে-র মধ্যে এবং পঞ্চম রাউন্ডের কাউন্সেলিং ১৫ থেকে ২০ মে-র মধ্যে শেষ করা হবে।
আরও পড়ুন:
-
পেশাদারদের জন্য এমবিএ-র সুযোগ! আইআইএফটি-র তরফে ক্লাস করানো হবে অনলাইনে
-
অ্যাকাডেমিক অ্যাসোসিয়েট-এর খোঁজে ইগনু, স্নাতকোত্তর থাকলেই করা যাবে আবেদন
-
বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় অধীনস্থ দু’টি কলেজে, কর্মস্থল হবে বর্ধমান এবং বাঁকুড়া
-
রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে স্টেট কনসালট্যান্ট-এর খোঁজ, কর্মস্থল হবে বিধাননগরের কার্যালয়