কলকাতা-সহ দেশের বিভিন্ন শহরে কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের তরফে গড়ে তোলা হয়েছে দ্য ফুটঅয়্যার ডিজ়াইন অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এফডিডিআই)। আগামী বছর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে স্নাতক স্তরে ভর্তির জন্য জাতীয় স্তরে আয়োজন করা হবে অল ইন্ডিয়া সিলেকশন টেস্ট (এআইএসটি)-এর। সম্প্রতি তারই বিস্তারিত সূচি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এফডিডিআই এআইএসটি-র আয়োজন করা হবে আগামী বছর ১০ মে। দেশের ৩৮টি শহরে আয়োজন করা হবে পরীক্ষার। প্রবেশিকার মাধ্যমে পড়ুয়ারা ফুটঅয়্যার ডিজ়াইন, ফ্যাশন ডিজ়াইন, লেদার গুডস, বিজ়নেস ম্যানেজনেন্ট নিয়ে পড়ার সুযোগ পাবেন। ভর্তি হতে পারবেন বিডিইএস এবং বিবিএ কোর্সে। কোর্সগুলি পড়ানো হবে প্রতিষ্ঠানের কলকাতা, নয়ডা, চেন্নাই-সহ অন্য শহরের ক্যাম্পাসে।
আরও পড়ুন:
-
ফিজ়িয়োথেরাপিস্ট-এর চাহিদা বাড়ছে! পেশা হিসাবে বেছে নিতে চাইলে তৈরি হতে হবে কী ভাবে?
-
বদলে যাচ্ছে চাকরির ধরন, কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে লাভ হবে ভবিষ্যতে?
-
সামনেই পরীক্ষা, তার আগেই প্রকাশিত সিএসআইআর ইউজিসি নেট-এর অ্যাডমিট, কী ভাবে পাবেন?
-
বিজ্ঞান শিক্ষকদের অনলাইনে পাঠ দেবে এনসিইআরটি, পড়ুয়াদের মধ্যে অনুসন্ধিৎসা বৃদ্ধিই লক্ষ্য
পড়ুয়ারা বিজ্ঞান, কলা, বাণিজ্য বিভাগ থেকে দ্বাদশের পরীক্ষায় উত্তীর্ণ হলেই প্রবেশিকার জন্য আবেদন করতে পারবেন। তাঁদের fddiindia.com -এ গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু আবেদন প্রক্রিয়া। ওই দিনই পরীক্ষা সংক্রান্ত বাকি তথ্য প্রকাশ করা হবে ওয়েবসাইটে। আবেদন জানাতে সংরক্ষিতদের ৩০০ টাকা এবং অসংরক্ষিতদের ৬০০ টাকা জমা দিতে হবে। আগামী বছরের ২০ এপ্রিল আবেদনের শেষ দিন। দেরিতে আবেদনপত্র জমা দিলে তার জন্য নির্ধারিত দিন ৩০ এপ্রিল। আবেদনপত্রে ভুল থাকলে তা সংশোধন করা যাবে ২১ থেকে ২২ এপ্রিলের মধ্যে। পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে ১ মে।