রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে স্নাতকোত্তরের (এমসিএ) জন্য শুরু হয়ে গিয়েছে কাউন্সেলিং। এ বার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফেও এমসিএ-র কাউন্সেলিং সূচি ঘোষণা করা হল। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে সমস্ত তথ্য।
প্রতি বছরই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগ্জ়ামিনেশন বোর্ড (ডব্লিউবিজেইইবি)-র তরফে রাজ্য স্তরে আয়োজন করা হয় জেকা (জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন ফর এমসিএ)-র। চলতি বছর জেকা-র আয়োজন করা হয় গত ১৯ অক্টোবর। পরীক্ষার ফল ঘোষণা করা হয় ১৭ নভেম্বর। এর পর ৯ ডিসেম্বর থেকে শুরু হয় কাউন্সেলিং।
আরও পড়ুন:
-
সামনেই পরীক্ষা, তার আগেই প্রকাশিত সিএসআইআর ইউজিসি নেট-এর অ্যাডমিট, কী ভাবে পাবেন?
-
বিজ্ঞান শিক্ষকদের অনলাইনে পাঠ দেবে এনসিইআরটি, পড়ুয়াদের মধ্যে অনুসন্ধিৎসা বৃদ্ধিই লক্ষ্য
-
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার ক্ষেত্রে সব পরীক্ষার দিনক্ষণ ঘোষণা, বিজ্ঞপ্তি ইকাই-এর তরফে
-
সমাজবিজ্ঞানে উচ্চশিক্ষায় আগ্রহী! গবেষণার খুঁটিনাটি শেখাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় স্বীকৃত প্রতিষ্ঠান
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির তরফে কাউন্সেলিংয়ের আয়োজন করা হবে। বিশ্ববিদ্যালয়ের টেকিপ বিল্ডিংয়ে প্রথম রাউন্ডের কাউন্সেলিং হবে আগামী ১৮ ডিসেম্বর সকাল ১১টা থেকে।
কাউন্সেলিংয়ে যোগদান করতে পারবেন চলতি বছরের জেকা-য় উত্তীর্ণরা। পাশাপাশি, তাঁদের কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন বা আইটি-তে স্নাতকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে মোট নম্বর ৬০ শতাংশ এবং গণিতেও ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।
কাউন্সেলিংয়ের দিন প্রার্থীদের আবেদনপত্র, সচিত্র প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র-সহ বাকি নথি নিয়ে উপস্থিত হতে হবে। প্রথম রাউন্ডের জন্য পড়ুয়াদের সমস্ত নথি যাচাই করা হবে। এর পর পড়ুয়ারা ইচ্ছে হলে পরবর্তী রাউন্ডের জন্য নিজেদের আসন ‘আপগ্রেডেশন’-এর আবেদন জানাতে পারবেন।
আরও পড়ুন:
-
রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে কর্মীর খোঁজ, কোন যোগ্যতা থাকলে মিলবে আবেদনের সুযোগ?
-
দক্ষ ক্রীড়া ব্যবস্থাপক হতে চান! পাঠ দেবে আইআইএম মুম্বই, কী ভাবে আবেদন করবেন?
-
রসায়নে স্নাতকোত্তর! শিবপুরের আইআইইএসটি-তে রয়েছে গবেষণামূলক কাজের সুযোগ
-
ডিআরডিও-র তরফে প্রায় ৮০০ জন কর্মীর খোঁজ, দেশ জুড়ে নেওয়া হবে সেপ্টাম পরীক্ষা