কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ-ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (সিএসআইআর ইউজিসি নেট)-এর আর তিনদিন বাকি। তার আগে অ্যাডমিট কার্ড প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) বা জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা।
আগামী ১৮ ডিসেম্বর দেশজুড়ে সিএসআইআর ইউজিসি নেট-এর আয়োজন করবে এনটিএ। প্রতি বছরই বিজ্ঞান ও প্রযুক্তির নানা বিষয়ে গবেষণা এবং শিক্ষকতার জন্য সিএসআইআর-ইউজিসি নেট করে এনটিএ। গত সপ্তাহে কোন কেন্দ্রে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে যাবেন, তার তথ্য প্রকাশ করে এনটিএ। রবিবার রাতে প্রকাশ করা হল অ্যাডমিট কার্ড। যাতে উল্লেখ করা হয়েছে পরীক্ষার্থীদের নাম, রোল নম্বর, অ্যাপ্লিকেশন নম্বর, কোন শিফ্টে পরীক্ষা, পরীক্ষাকেন্দ্রের নাম ঠিকানা, পরীক্ষার্থীদের ছবি ও স্বাক্ষর-সহ বাকি তথ্য। এনটিএ জানিয়েছে, পরীক্ষাকেন্দ্রে অ্যাডমিট কার্ড ছাড়া প্রবেশ করা যাবে না। প্রকাশিত অ্যাডমিট কার্ডে কোনও ভুল থাকলে তা সংশোধন করার করার জন্য এনটিএ-র সঙ্গে শীঘ্রই যোগাযোগ করতে হবে।
আরও পড়ুন:
কী ভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন?
১) পরীক্ষার্থীদের csirnet.nta.ac.in-এ যেতে হবে।
২) এর পর সিএসআইআর ইউজিসি নেট ডিসেম্বর ২০২৫-র অ্যাডমিট কার্ডের লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) লিঙ্কে ক্লিক করে পরীক্ষার্থীদের নিজেদের অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মতারিখ দিয়ে লগ ইন করতে হবে।
৪) লগ ইন করার পর একটি সিকিউরিটি কোড আসবে, তা সাবমিট করলেই অ্যাডমিট কার্ড স্ক্রিনে দেখা যাবে। পরীক্ষার্থীদের এর পর সেটি ডাউনলোড করে নিজেদের কাছে প্রিন্ট নিয়ে নিতে হবে।
উল্লেখ্য, ১৮ ডিসেম্বর সিবিটি মাধ্যমে নেওয়া হবে সিএসআইআর-ইউজিসি নেট। পরীক্ষার আয়োজন করা হবে দু’টি শিফ্টে। পরীক্ষার পূর্ণমান ২০০। তিন ঘণ্টা অর্থাৎ ১৮০ মিনিটের মধ্যে পরীক্ষা সম্পূর্ণ করতে হবে। প্রথম শিফ্ট চলবে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত। দ্বিতীয় শিফ্টের সময়সীমা বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা।