স্কুল পড়ুয়াদের মধ্যে বিজ্ঞান বিষয়ে পঠনপাঠনের মানোয়ন্নের জন্য শিক্ষকদের পাঠ দেবে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)। মূলত উচ্চ প্রাথমিকের বিজ্ঞান বিষয়ের শিক্ষকদের জন্য অনলাইন ক্লাসের আয়োজন করবে এনসিইআরটি।
এনসিইআরটিএক্স অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ‘ডিপ্লোমা কোর্স ইন টিচিং অফ সায়েন্স অ্যাট মিডল স্টেজ’ পড়ানো হবে। যে সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুলে এনসিআরইটি-র পাঠ্যক্রম মেনে পড়ানো হয়, সেই স্কুলের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির বিজ্ঞান বিষয়ের শিক্ষকদের জন্যই এই কোর্স পড়ানো হবে।
আরও পড়ুন:
-
সামনেই পরীক্ষা, তার আগেই প্রকাশিত সিএসআইআর ইউজিসি নেট-এর অ্যাডমিট, কী ভাবে পাবেন?
-
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার ক্ষেত্রে সব পরীক্ষার দিনক্ষণ ঘোষণা, বিজ্ঞপ্তি ইকাই-এর তরফে
-
সমাজবিজ্ঞানে উচ্চশিক্ষায় আগ্রহী! গবেষণার খুঁটিনাটি শেখাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় স্বীকৃত প্রতিষ্ঠান
-
রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে কর্মীর খোঁজ, কোন যোগ্যতা থাকলে মিলবে আবেদনের সুযোগ?
কোর্সটি চলবে ৪০ সপ্তাহ। আগামী ২৯ ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী বছরের ১৮ অক্টোবর পর্যন্ত চলবে ক্লাস। প্রতি সপ্তাহে ৬ থেকে ৮ ঘণ্টার ক্লাসের জন্য সময় বরাদ্দ করা হবে। যাতে স্কুলে ক্লাস নেওয়ার পাশাপাশি দক্ষতা বৃদ্ধির এই কোর্স করতে পারেন শিক্ষকেরা। কোর্সে ভর্তির আবেদন জানাতে শিক্ষকদের অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে। রেজিস্ট্রেশন ফি বাবদ জমা দিতে হবে ২,০০০ টাকা। আগামী ২৮ ডিসেম্বর আবেদনের শেষ দিন। কোর্স শেষে শিক্ষকদের পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে। পরীক্ষায় উত্তীর্ণ হলে বিতরণ করা হবে শংসাপত্রও।
বিজ্ঞানের নানা বিষয়ে পাঠ দেওয়ার পাশাপাশি কর্মশালারও আয়োজন করা হবে শিক্ষকদের জন্য। পাঠ্যক্রমে থাকবে বিজ্ঞান শিক্ষার মৌলিক বিষয়, কী ভাবে শিশুদের বিজ্ঞানের পাঠ দেওয়ার পদ্ধতি, ক্লাসরুমে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতার উপায়, শিক্ষক-শিখন পদ্ধত, মূল্যায়নের পদ্ধতি, পদার্থবিজ্ঞান, গতি ও বেগ, রসায়ন সংক্রান্ত ধারণা, জীবনবিজ্ঞান, পরিবেশবিজ্ঞান-সহ নানা বিষয়।
শিক্ষকদের জন্য বিজ্ঞান শিক্ষার কোর্স চালুর মূল উদ্দেশ্য, যাতে তাঁদের মধ্যে বৈজ্ঞানিক ধারণাগুলি আরও স্পষ্ট হয়। পাশাপাশি, তাঁরা ক্লাসে বিজ্ঞান পড়ানোর অভিনব পদ্ধতি অবলম্বন করতে পারেন। যা আদতে পড়ুয়াদের মধ্যে বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা এবং বিশ্লেষাণত্মক চিন্তাভাবনা গড়ে তুলতে সাহায্য করবে। মুখস্থ্যবিদ্যার বদলে বিষয় সংক্রান্ত স্বচ্ছ ধারণা তৈরি হবে পড়ুয়াদের মধ্যে, এমনই আশা এনসিইআরটি-র।
আরও পড়ুন:
-
দক্ষ ক্রীড়া ব্যবস্থাপক হতে চান! পাঠ দেবে আইআইএম মুম্বই, কী ভাবে আবেদন করবেন?
-
রসায়নে স্নাতকোত্তর! শিবপুরের আইআইইএসটি-তে রয়েছে গবেষণামূলক কাজের সুযোগ
-
ডিআরডিও-র তরফে প্রায় ৮০০ জন কর্মীর খোঁজ, দেশ জুড়ে নেওয়া হবে সেপ্টাম পরীক্ষা
-
৫৯ জন কর্মী খুঁজছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, কোন পদে আবেদন করা যাবে?